নেইমারের গোলে ব্রাজিলের জয়, কলম্বিয়ার বিরুদ্ধে হার এড়াল আর্জেন্টিনা, World Cup qualifier জমজমাট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup Qualifier এ এদিন দুই হেভিওয়েট মাঠে নেমেছিল, দেখে নিন প্যারাগুয়ে বনাম ব্রাজিল (Paraguay vs Brazil) , কলম্বিয়া বনাম আর্জেন্টিনা (Colombia vs Argentina) ম্যাচের কয়েক ঝলক৷
#নয়াদিল্লি: শুরুতেই নেইমারের গোল আর শেষের দিকে লুকাস পাকুয়েতার গোলে ভর করে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে ২-০ গোলে জিতল ব্রাজিল (Brazil)৷ বিশ্বকাপের যোগ্যাত অর্জন পর্বে টানা ৬ টি জয় পেল সাম্বা বাহিনী৷ দক্ষিণ আমেরিকা মহাদেশে যোগ্যতা অর্জনকারী প্রাথমিক পর্বের সবকটি ম্যাচেই জয় তাদের সঙ্গী৷
১৯৮৫ -র পর ব্রাজিল নিজের ঘরের মাঠের বাইরে কখনই প্যারাগুয়েকে হারায়নি৷ এদিন ম্যাচের তিন মিনিটে গোল করেন নেইমার (Neymar) ৷ Gabriel Jesus -র একটি অদ্ভুত ক্রস তিনি আট মিটার দূর থেকে গোলে ঢুকিয়ে দেন৷ প্যারিস সেন্ট জার্মেইনের (Paris St Germain) স্ট্রাইকার এই নিয়ে বিশ্বকাপর যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে চারটি গোল করলেন ও ৩ টি গোল করিয়েছেন৷ ব্রাজিলের জার্সিতে ১০৫ টি ম্যাচে এটি তাঁর ৬৬ তম গোল৷
advertisement
advertisement
এদিন নীল জার্সিতে মাঠে নেমেছিল সাম্বা বাহিনী৷ ইনজুরি টাইমের ৪ মিনিটে আরও একটি গোল করে দলের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন প্যাকুয়েতা৷ প্যারাগুয়ে এর আগে ৫ টি ম্যাচে অপরাজিত ছিল৷
advertisement
এদিকে ব্রাজিল সহজ জয় পেলেও ড্র করল আর্জেন্টিনা(Argentina)৷ কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup qualifier) এদিন স্টপেজ টাইমের ৪ মিনিটের মাথায় মিগুয়েল বোরহা (Miguel Borja ) গোল করে ড্র করান নীল-সাদা বাহিনীকে৷ বারানকুইলায় আয়োজিত ম্যাচে এই ফলাফল হয়৷ শুরুটা আর্জেন্টিনা দারুণ করেছিল৷ খেলার ৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় তারা৷ ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো পারেদেস৷
advertisement
কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেয় কলম্বিয়ার বদলি খেলোয়াড়৷ লুইস নুরিয়েল গোল করেন, এরপর অতিরিক্ত সময়ে বোরহা দলকে বাঁচিয়ে দেন৷ এদিন আর্জেন্টিনার জার্সিতে মেসি মাঠে থাকলেও তাঁর নিজের পা থেকে গোলমুখ খোলেনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2021 12:00 PM IST