নেইমারের গোলে ব্রাজিলের জয়, কলম্বিয়ার বিরুদ্ধে হার এড়াল আর্জেন্টিনা, World Cup qualifier জমজমাট

Last Updated:

World Cup Qualifier এ এদিন দুই হেভিওয়েট মাঠে নেমেছিল, দেখে নিন প্যারাগুয়ে বনাম ব্রাজিল (Paraguay vs Brazil) , কলম্বিয়া বনাম আর্জেন্টিনা (Colombia vs Argentina) ম্যাচের কয়েক ঝলক৷

#নয়াদিল্লি: শুরুতেই  নেইমারের গোল আর শেষের দিকে লুকাস পাকুয়েতার গোলে ভর করে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে ২-০ গোলে জিতল ব্রাজিল (Brazil)৷ বিশ্বকাপের যোগ্যাত অর্জন পর্বে টানা ৬ টি জয় পেল সাম্বা বাহিনী৷ দক্ষিণ আমেরিকা মহাদেশে যোগ্যতা  অর্জনকারী প্রাথমিক পর্বের সবকটি ম্যাচেই জয় তাদের সঙ্গী৷
১৯৮৫ -র পর ব্রাজিল নিজের ঘরের মাঠের বাইরে কখনই প্যারাগুয়েকে হারায়নি৷ এদিন ম্যাচের তিন মিনিটে গোল করেন নেইমার (Neymar) ৷ Gabriel Jesus -র একটি অদ্ভুত ক্রস তিনি আট মিটার দূর থেকে গোলে ঢুকিয়ে দেন৷ প্যারিস সেন্ট জার্মেইনের (Paris St Germain) স্ট্রাইকার এই নিয়ে বিশ্বকাপর যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে চারটি গোল করলেন ও ৩ টি গোল করিয়েছেন৷ ব্রাজিলের জার্সিতে ১০৫ টি ম্যাচে এটি তাঁর ৬৬ তম গোল৷
advertisement
advertisement
এদিন নীল জার্সিতে মাঠে নেমেছিল সাম্বা বাহিনী৷ ইনজুরি টাইমের ৪ মিনিটে আরও একটি গোল করে দলের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন প্যাকুয়েতা৷ প্যারাগুয়ে এর আগে ৫  টি ম্যাচে অপরাজিত ছিল৷
advertisement
এদিকে ব্রাজিল সহজ জয় পেলেও ড্র করল আর্জেন্টিনা(Argentina)৷ কলম্বিয়ার (Colombia)  বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup qualifier) এদিন স্টপেজ টাইমের ৪ মিনিটের মাথায় মিগুয়েল বোরহা (Miguel Borja ) গোল করে ড্র করান নীল-সাদা বাহিনীকে৷ বারানকুইলায় আয়োজিত ম্যাচে এই ফলাফল হয়৷ শুরুটা আর্জেন্টিনা দারুণ করেছিল৷ খেলার ৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় তারা৷ ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো পারেদেস৷
advertisement
কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেয় কলম্বিয়ার বদলি খেলোয়াড়৷ লুইস নুরিয়েল গোল করেন, এরপর অতিরিক্ত সময়ে বোরহা দলকে বাঁচিয়ে দেন৷ এদিন আর্জেন্টিনার জার্সিতে মেসি মাঠে থাকলেও তাঁর নিজের পা থেকে গোলমুখ খোলেনি৷
বাংলা খবর/ খবর/খেলা/
নেইমারের গোলে ব্রাজিলের জয়, কলম্বিয়ার বিরুদ্ধে হার এড়াল আর্জেন্টিনা, World Cup qualifier জমজমাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement