প্রয়াত সচিব অঞ্জন মিত্রের জন্মদিনে মোহনবাগানে রক্তদান উত্সবের ঘোষণা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এমনিতেই সবুজ-মেরুন সমর্থকদের শক্ত ডেরা হিসেবে পরিচিত উত্তর কলকাতা। প্রয়াত সচিবের জন্মবার্ষিকী সেলিব্রেশনে সেটা যেন আরও বেশি করে সবুজ মেরুন। পুরো হেদুয়া পার্ক মুড়ে দেওয়া হয়েছিল সবুজ মেরুন পতাকায়। সাউন্ড বক্সে বাজছিল ক্লাবের থিম সং।
#কলকাতা: বেঁচে থাকতে নিজের জন্মদিনটা দুর্গাপুরে মোহনবাগান একাডেমির খুদেদের সঙ্গে কাটাতেন বাগানের প্রয়াত সচিব। মৃত্যুর পর তাঁর প্রথম জন্মবার্ষিকীটা মনে রাখার মতো করেই পালন করলেন অঞ্জন মিত্রর উত্তরসূরিরা। পরিকল্পনা ছিল, ক্লাব তাঁবুতে রক্তদান শিবির করে প্রয়াত সচিবের জন্মবার্ষিকী পালন করার। কিন্তু করোনা আবহে প্রশাসনের অনুমতি মেলেনি। সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা তাই বেছে নিয়েছিলেন উত্তরের হেদুয়া পার্ককে।
এমনিতেই সবুজ-মেরুন সমর্থকদের শক্ত ডেরা হিসেবে পরিচিত উত্তর কলকাতা। প্রয়াত সচিবের জন্মবার্ষিকী সেলিব্রেশনে সেটা যেন আরও বেশি করে সবুজ মেরুন। পুরো হেদুয়া পার্ক মুড়ে দেওয়া হয়েছিল সবুজ মেরুন পতাকায়। সাউন্ড বক্সে বাজছিল ক্লাবের থিম সং।
একে একে উপস্থিত ক্লাব সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস দত্ত, অঞ্জ মিত্রের কন্যা সোহিনী মিত্র চৌবে। সকাল-সকাল হেদুয়া পার্কে হাজির ক্লাব সদস্য সমর্থকরাও। হাজির ফুটবল সচিব বাবুন বন্দোপাধ্যায়। আর অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সঞ্জয় ঘোষ তো আগাগোড়াই ছিলেন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রয়াত ক্লাব সচিব অঞ্জন মিত্রর জন্মবার্ষিকী পালন উপলক্ষে রক্তদান উৎসবে রক্ত দিলেন সবুজ মেরুন সর্মথকরা।
advertisement
advertisement
মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, "অঞ্জনদাকে ডাকলেই এই ধরনের অনুষ্ঠানে পাওয়া যেত। বর্তমান সামাজিক পরিস্থিতির দিকে নজর রেখেই রক্তদান শিবিরের পরিকল্পনা করা।" অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, "আগামী বছর থেকে ২০ জুলাই ক্লাবে রক্তদান উৎসব করা হবে। এই দিনটা এভাবেই অঞ্জনদাকে স্মরণ করবেন আপামর মোহনবাগানীরা।"
PARADIP GHOSH
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2020 11:14 PM IST