ম্যাচ হেরে এটিকের কলারটিউন, 'পিকচার আভি বাকি হ্যায়'
- Published by:Debalina Datta
Last Updated:
মন জিতেও ম্যাচে হার।৮ মার্চ যুবভারতীতে নজর এটিকের।নিশু কুমারকে পাবে না বেঙ্গালুরু।
#বেঙ্গালুরু : 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।' কান্তিরাভায় ম্যাচ শেষে সুনীল ছেত্রীদের কানে কানে বলিউডে মিথ হয়ে থাকা শাহরুখ খানের ডায়লগটা হাবিসের দলের কেউ বলে এসেছেন কিনা জানা নেই! তবে রবিবার রাতের পর এটিকে সমর্থকদের মনের কথা এটাই। লড়াই যে এখনও বাকি। দিল্লি আভি দূর হ্যায়। ট্রেন তো সবে মোগলসরাই ছেড়েছে। প্লে-অফ পর্বের ফিরতি লেগে ৮ মার্চ যুবভারতীতে ফের মুখোমুখি হবে এটিকে ও বেঙ্গালুরু এফসি। কান্তিরাভায় ০-১ গোলে হারের হিসেব বদলে দেওয়ার সুযোগ তাই থাকছেই প্রীতম কোটাল, প্রবীন দাসদের সামনে। নেভিল কার্ডাস সেই কবে লিখে গিয়েছিলেন, "স্কোরবোর্ড একটা গাধা।"
আইএসএল এর দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বের এটিকে-বেঙ্গালুরু ম্যাচ দেখতে দেখতে বারবার মনে আসছিল কার্ডাস সাহেবের মিথ হয়ে যাওয়া সেই আপ্ত বাক্যটাই। কান্তিরাভায় রবিবার সন্ধ্যায় ৯০ মিনিট তাণ্ডব চালালো লাল-সাদা জার্সিধারীরা। অথচ দিনের শেষে স্কোরলাইন এটিকে ০, বেঙ্গালুরু ১। ফুটবলের প্রতিটি বিভাগে সুনীল ছেত্রীদের টেক্কা দিয়েও দিনের শেষে জয়ীর তকমা অধরাই রয়ে গেল রয় কৃষ্ণা, প্রবীর দাসদের। রবিবাসরীয় সন্ধ্যায় কান্তিরাভায় কোনটা করেনি হাবাসের ছেলেরা! বল পজেশন থেকে পাসিং ফুটবল, পাসিং অ্যাকুরেসি, বিপক্ষের গোল লক্ষ্য করে শট সবেতেই সেয়ানে সেয়ানে লড়েও গোলকিপার অরিন্দম ভট্টাচার্যর ভুলে ৮ মার্চ যুবভারতীতে ০-১ গোলে পিছিয়ে থেকে শুরু করবে দুবারের আইএসএল চ্যাম্পিয়নরা। ফাইনালের ছাড়পত্র পেতে ৮ মার্চ যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হবে টিম হাবাসকে। সুনীলরা আবার ঐদিন কার্ড সমস্যার জন্য পাবে না নিশু কুমারকে। সেমিফাইনালের প্রথম লেগে হারলেও ১৪ মার্চ গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ছয়ের আইএসএল এর ফাইনাল খেলার সুযোগ থাকছেই রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের। রবিবারও তো উইলিয়ামসের একটা দুরন্ত গোল বাতিল হলো হ্যান্ডবলের কারণে। তবে প্রতিদিন তো আর রবিবার নয়। অঘটন একদিন ঘটে। রোজ নয়। ভাগ্য থাকে সাহসীদের সঙ্গেই। কান্তিরাভার ৯০ মিনিটের পরিসংখ্যান বলে দিচ্ছে দল হিসেবে বেঙ্গালুরুর থেকে এটিকে অনেক বেশি সুসংহত। রবিবাসরীয় কান্তিরাভায় ঝড় তুলেও শেষরক্ষা হয়নি। আটের যুবভারতীতে পাশা পালটে শেষ হাসি কারা হাসবে সেটা বলার সময় আসেনি।
advertisement
The difference! #WeAreBFC #RoomForMore https://t.co/KD0D8gdTbM
— Bengaluru FC (@bengalurufc) March 1, 2020
advertisement
তবে হেরে গিয়েও হাবাসের দলের ফুটবল মন জিতে নিয়েছে সমর্থকদের। কান্তিরাভায় শেষ বাঁশি বাজার সাথে সাথেই কাউন্টডাউন শুরু আটের যুবভারতীর মারকাটারি ফুটবল যুদ্ধের। 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।' লেটস ওয়েট ফর যুবভারতী। লেটস ফুটবল।
advertisement
PARADIP GHOSH
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2020 11:40 PM IST