ATK Mohun Bagan vs Bengaluru FC: কৃষ্ণ-শুভাশিসের গোলে বেঙ্গালুরু বধ, জয় দিয়েই এএফসি কাপ অভিযান শুরু করল মোহনবাগান !

Last Updated:

Mohun Bagan open 2021 AFC Cup group stage with a win: দলে অনেক নতুন ফুটবলার এসেছেন। অল্প দিনের অনুশীলনেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের টিম চাঙ্গা ৷

Photo: Twitter
Photo: Twitter
মোহনবাগান: ২ ( রয় কৃষ্ণ- ৩৯’, শুভাশিস বসু- ৪৬’)
বেঙ্গালুরু এফসি: ০
মালে: এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারাল এটিকে-মোহনবাগান। এদিন ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোল করেন রয় কৃষ্ণ। ৪৬ মিনিটে দ্বিতীয় গোল শুভাশিস বসুর।
advertisement
মাঠে নামলেই যেন গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রয় কৃষ্ণ ৷ মলদ্বীপের মাঠে এএফসি কাপের প্রথম ম্যাচেই চমক সবুজ-মেরুন ব্রিগেডের ৷ দুই অর্ধে দুটি গোল করে সহজেই এদিন বেঙ্গালুরুকে হারাল মোহনবাগান ৷
advertisement
দলে অনেক নতুন ফুটবলার এসেছেন। অল্প দিনের অনুশীলনেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের টিম চাঙ্গা ৷ এদিন ম্যাচের ৩৯ মিনিটে গোলের সামনে দাঁড়িয়ে থাকা রয় কৃষ্ণ ব্যাক হেডে বল জালে জড়িয়ে দেন। নিজের জন্মদিনে গোল পেলেন শুভাশিস বসুও ৷ ম্যাচে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান ৷ আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল সবুজ-মেরুন ব্রিগেডের ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan vs Bengaluru FC: কৃষ্ণ-শুভাশিসের গোলে বেঙ্গালুরু বধ, জয় দিয়েই এএফসি কাপ অভিযান শুরু করল মোহনবাগান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement