চেন্নাই বধের পর এবার লক্ষ্য বেঙ্গালুরু, গোল না খাওয়াই মূল লক্ষ্য কপেলের

Last Updated:
#কলকাতা: চেন্নাই বধের পর এবার লক্ষ্য বেঙ্গালুরু। স্টিভ কপেলের দলের কাছে বুধবারের যুবভারতী হতে চলেছে আরও এক অগ্নি পরীক্ষা। বহু প্রতীক্ষার পর ঘরের মাঠে জয় এসেছে। পাশাপাশি কেটেছে গোলের খরা। দলের প্রধান স্ট্রাইকার গোলের দেখা পেয়েছেন। অনেকটা রাস্তা ফিরে পাওয়ার পরেও এটিকের সামনে এবার সুনীল-মিকু জুজু সামলাবার পালা। কী ভাবছেন কোচ ? কপেলের কথায় '‘ আসলে ঘরের মাঠে জেতাটা অত্যন্ত দরকার ছিল। ঘরের মাঠে জেতাটা সত্যি সমস্যার হচ্ছিল। যাক ! আমরা সে বাধা টপকে গিয়েছি। এবার এই জয়ের রাস্তা ধরে রাখতে চাই।’’
Hero ISL 2018 M15 - FC Pune City  v Bengaluru FC
আগের মরশুমে এটিকে-কে টেক্কা দিয়ে গিয়েছেন সুনীলরা। সেই দলের এক নির্ভরযোগ্য ফুটবলার এবার এটিকের সদস্য। জন জনসন। তিনি  সুনীলদের বাধার কারণ হতে পারেন। তাই কালু উচে, লাঞ্জাদের পাশাপাশি জনসনের ওপরে বুধবার এটিকের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। সুনীল কিংবা মিকু যে কতটা ভয়ংকর তাঁর থেকে ভাল আর কেই বা জানবে। সুনীলদের বিরুদ্ধেও কি দেখা যাবে ক্লিনশিট ? এটিকে-র ইংরেজ কোচ জানাচ্ছেন, ‘‘যে কোনও কোচই চায় ক্লিনশিট রাখতে। যেটা আমরা এবছর রাখতে পারিনি। আশা করি আগামিকাল পারবো। আর ওটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে।'’
advertisement
advertisement
Hero ISL 2018 M19 - ATK v Chennaiyin FC
উল্টোদিকে ব্যাংগালুরু ধ্বংসাত্মক শুরু করেছে। তাঁদের দলের প্রতেক্যেই ছন্দে রয়েছেন। তাই এটিকে রক্ষন কতটা ক্লিনশিট রাখতে পারবে তা সময় বলবে।
কোচ বদল হলেও সুনীল মিকুর গোলের খিদে যেন একই রয়ে গিয়েছে। আর এমন কথা যে মেনে নিয়েছেন স্বয়ং কুয়াদ্রাত। ' হ্যাঁ, ওরা আগের বছরের মতই ফর্মে রয়েছে। ওরা পুরোপুরি পেশাদার। তাই জানে কখন কি ভাবে খেলতে হয়। এবং ঠিক সময় সেই খিদে মেটায়'।
advertisement
আগের বছর এটিকের ঘরের মাঠে সুনীলরা জিতেছিল। কুয়াদ্রাত চাইছেন সেই জয়ের ধারা অব্যাহত রাখতে। প্রশ্ন হল এটিকে কি পারবে সেই জয়ের ধারা আটকাতে? অপেক্ষা বুধবারের যুবভারতীর সন্ধ্যে।
বাংলা খবর/ খবর/খেলা/
চেন্নাই বধের পর এবার লক্ষ্য বেঙ্গালুরু, গোল না খাওয়াই মূল লক্ষ্য কপেলের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement