কোচির দর্শকরাই চিন্তায় রাখছে এটিকে কোচকে

Teddy Sheringham

Teddy Sheringham

কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে অবশ্য কোচির দর্শকরাই সবচেয়ে বেশি চিন্তায় রাখছে এটিকে কোচ টেডি শেরিংহ্যামকে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল-এর লড়াই ৷ প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্সরা ৷  উদ্বোধনী ম্যাচ এর আগে কলকাতায় হওয়ার কথা থাকলেও পরে তা সরে গিয়ে হয়েছে কোচিতে ৷ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে অবশ্য কোচির দর্শকরাই সবচেয়ে বেশি চিন্তায় রাখছে এটিকে কোচ টেডি শেরিংহ্যামকে ৷

    চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নেওয়াটা যে মোটেই সহজ কাজ নয় ৷  সেটা ভালমতোই জানা আছে এটিকে কোচ শেরিংহ্যামের ৷ দর্শক এবং ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশার চাপটাও নিতে হচ্ছে তাঁকে ৷ প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ খেলাটা কিছুটা হলেও কঠিন বলে মেনে নিচ্ছেন তিনি ৷ বিশেষত কোচির দর্শকরাই যে কেরল ব্লাস্টার্স দলের ‘টুইয়েলভথ ম্যান’ ৷ সেটা কারোরই অজানা নয় ৷ শেরিংহ্যাম বলেন, ‘‘এটিকের দায়িত্ব নেওয়ার আগে কেরলের দুই প্রাক্তন কোচ ডেভিড জেমস ও  কপেলের সঙ্গে কথা হয়েছিল। ওদের কাছেই জানতে পারি, কোচিতে ৬০ হাজার দর্শকের সামনে খেলতে হয়। ব্যাপারটা একেবারেই সহজ নয়। শুনেছি, সমর্থকরাই কেরল ব্লাস্টার্সের দ্বাদশ ব্যক্তির ভূমিকা নেয়। ওরা দারুণ আবেগপ্রবণ। এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতে জেতাটা কিন্তু দারুণ উপভোগ্য হবে।’’

    সেইসঙ্গে টুর্নামেন্টের শুরুর দিকে মার্কি প্লেয়ার রবি কিনকে না পাওয়াটাও বড় ধাক্কা বলে মেনে নিয়েছেন এটিকে কোচ ৷ তবে দু’সপ্তাহের মধ্যে কিনের ফিরে আসার ব্যাপারে আশাবাদী কোচ ৷

    First published:

    Tags: ATK, ISL 2017, ISL 2017-18, Teddy Sheringham