La Liga: বার্সা থেকে বিতাড়িত সুয়ারেজই হিরো, সাত বছর পর চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সুয়ারেজ এদিন আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচ শেষে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় অঝোরে কেঁদে ফেললেন।
#মাদ্রিদ: চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে ছিল মাদ্রিদের দুই দল। অ্যাটলেটিকো এবং রিয়াল মাদ্রিদ। দুপয়েন্টে এগিয়ে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শেষের দিকের দল রিয়াল ভায়াদোয়িদের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছিল অ্যাটলেটিকো। ভিয়ারিয়ালের বিরুদ্ধে নিজেদের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে অ্যাটলেটিকো হারলেই কাপ উঠবে রিয়ালের ঘরে। তবে ভিয়ারিয়ালকে সেক্ষেত্রে হারতে হত রিয়াল মাদ্রিদের কাছে। লা লিগার শেষ লগ্নে এই ছিল পরিস্থিতি। বলা ভাল, নাটকীয় পরিস্থিতি। কিন্তু শেষবেলায় বাজি মেরে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ভায়াদোয়িদের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও শেষমেশ ২-১ ব্যবধানে ম্য়াচ জেতে অ্যাটলেটিকো। আর সেইসঙ্গে সাত বছর পর আবার লা লিগা চ্যাম্পিয়ন। বার্সা, মাদ্রিদের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে স্প্যানিশ লিগের খেতাব ঘরে তুলল অ্যাটলেটিকো মাদ্রিদ। লাল-সাদার দলে এখন খুশির অন্ত নেই।
বার্সা থেকে তাঁকে প্রায় তাড়িয়ে দেওয়া হয়েছিল। লুইস সুয়ারেজ কিন্তু বার্সাকে ভালবেসে ফেলেছিলেন। তিনি একটা সময় আর্জি জানিয়েছিলেন, দরকার হলে তিনি সাইড বেঞ্চে বসে থাকবেন। তাও তাঁকে যেন ন্যু ক্যাম্পে থাকতে দেওয়া হয়। কিন্তু কোচ রোনাল্ড কোম্যান জানিয়ে দেন, তিনি যে দল সাজিয়েছেন তাতে সুয়ারেজের প্রয়োজন নেই। ফলে কার্যত বাধ্য হয়েই বার্সা ছাড়েন উরুগুয়ের তারকা। চোখের জলে বিদায় জানান প্রিয় দলকে। ৬ বছর ছিলেন ন্যু ক্যাম্পে। মায়া কাটানো সহজ ছিল না তাঁর পক্ষে। তবে লা লিগা ছাড়েননি তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ। বার্সা থেকে বিতাড়িত সুয়ারেজ হয়ে ওঠেন অ্যাটলেটিকোর হিরো। সত্যিই, সময়ই হয়তো শেষ কথা বলে। সুয়ারেজ এদিন আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচ শেষে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় অঝোরে কেঁদে ফেললেন।
advertisement
❝𝑊𝐸 𝐷𝐼𝐷 𝐼𝑇 𝐴𝐺𝐴𝐼𝑁!❞
— LALIGA CHAMPIONS (@atletienglish) May 22, 2021
🤍 #CampeonesPartidoAPartido pic.twitter.com/kuwodKceU7
advertisement
বার্সেলোনা থেকে বিতাড়িত সেই সুয়ারেজ অ্যাটলেটিকোতে যোগ দিয়ে প্রথম মরশুমেই দলকে উপহার দিচ্ছেন লা লিগা খেতাব। লা লিগায় অ্যাটলেটিকোর হয়ে ৩১ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। গোটা মরশুমে দুরন্ত খেললেন। এমনকী লিগের শেষ ম্যাচেও জয়সূচক গোল তাঁর পা থেকেই এল। অস্কার প্লানোর গোলে ১-০ তে এগিয়ে যায় ভায়াদোলিদ। বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় অ্যাটলেটিকো। অ্যাঞ্জেল কোরিয়ার গোল করে সমতা ফেরান। এর পর লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত করে দিয়েগো সিমিওনের দল। স্প্যানিশ ফুটবলে এখন প্রশ্ন উঠছে, সুয়ারেজ বার্সায় থাকলে পরিস্থিতি কী হতে পারত? লিওনেল মেসি ৩৫ ম্যাচে করেছেন ৩০টি গোল। তাঁর সঙ্গে সুয়ারেজের ২০ গোল যোগ হলে হতে পারত ৫০ গোল। আরও কয়েকটি ম্যাচ জিতে খেতাবের কাছে কি যেতে পারত বার্সেলোনা? এবারের মরশুমে সেল্টা ভিগোর মতো দলের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বার্সেলোনার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2021 5:28 PM IST