মস্কোর এই স্টেডিয়ামেই শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করছেন মেসিরা, দেখে নিন

Last Updated:

বিশ্বকাপের তৃতীয় দিনে বিশ্ব ফুটবলের নজরে থাকবে এই ম্যাচেই।

#মস্কো:  বিশ্বকাপের তৃতীয় দিনে বিশ্ব ফুটবলের নজরে থাকবে এই ম্যাচেই। স্পাটার্ক স্টেডিয়ামে শনিবার সন্ধে সাড়ে ৬টায় লিও মেসিদের সামনে আইসল্যান্ড।
একনজরে স্পার্টার্ক স্টেডিয়াম
২০১০ সাল থেকে পরিকল্পনা শুরু ওতক্রিতি এরিনা। কাজ শেষ হয় ২০১৪ সালে। মস্কো শহরের দ্বিতীয় স্টেডিয়াম স্পার্টার্ক। প্রাক বিশ্বকাপের ম্যাচে খারাপ ফল। কোনওরকমে শেষ ম্যাচে জিতে রাশিয়া এসেছে লা আলবেসিলেস্তেরা। শনিবার তুলনামূলক সহজ প্রতিপক্ষ আইসল্যান্ডের বিরুদ্ধে ওতক্রিতি এরিনায় বিশ্বকাপ অভিযান শুরু করছেন লিও মেসিরা।
advertisement
DfpI08SXkAI4oHY
advertisement
-১৬ জুন মুখোমুখি আর্জেন্টিনা-আইসল্যান্ড
-ভারতীয় সময় সাড়ে ৬টায় খেলা
-আসনসংখ্যা ৪৫ হাজার ৩৬০
-২০১৪ সালে এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়
হয়তো এটাই শেষ বিশ্বকাপ তাঁর। প্রাক বিশ্বকাপ ভুলে প্রথম ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করতে চান লিও মেসিরা।
বাংলা খবর/ খবর/খেলা/
মস্কোর এই স্টেডিয়ামেই শনিবার বিশ্বকাপ অভিযান শুরু করছেন মেসিরা, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement