বিশ্বকাপে কালো দিন আর্জেন্টিনার ! ক্রোয়েশিয়ার কাছে হার মেসিদের
Last Updated:
আর্জেন্টিনা (০) -ক্রোয়েশিয়া (৩) (রেবিচ, মদরিচ, রাকিতিচ)
#নিজনি নভগরোদ : আর্জেন্টিনার গৌরবকে মাটিতেই মিশিয়ে দিলেন মেসি -ক্যাবেলেরোরা ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই কোনও ক্রমে মূল পর্বের টিকিট যোগাড় করেছিলেন অ্যালবিসেলেস্তারা ৷ আর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে যেভাবে নাকানিচোবানি খেয়ে হারতে হল তাদের তা বোধের বাইরে ৷ অন্যদিকে পরপর দুটি ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নিল ক্রোয়েশিয়া ৷
advertisement
advertisement
হতশ্রী মেসি অ্যান্ড কোং আইসল্যান্ডের বিরুদ্ধে ‘ভীতু’ ফুটবলের যে ট্রেলরটা দেখিয়েছিল ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় গভীর রাতে তাই যেন ‘হরর মুভি’ হয়ে দেখা দিল ৷ ফুটবলের যে কটা পজিশন হয় তা সে গোলরক্ষক হোন বা ডিফেন্ডার, মিডফিল্ডার হোন বা স্ট্রাইকার সকলেই নিজেরাও কেমন গুটিয়ে সন্ত্বস্ত্র ছিলেন ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে ড্রয়ের পর আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি দলে তিনটি পরিবর্তন এনেছিলেন ৷ আকুনা, পেরেজ,মার্সেডোকে নামিয়েছিলেন ৷
advertisement
কিন্তু যারা নিজেরা শুধুমাত্র মেসি-র বল বাড়ানোর আশায় বসে রয়েছে তাদের আক্রমণে না ছিল কোনও বৈচিত্র না ছিল দক্ষতা ৷ অন্যদিকে রক্ষণ সেও তো তথৈবচ ৷ আইসল্যান্ডের বিরুদ্ধেই যাকে ভেঙে যাওয়া দেখিয়েছিল সেই ধারা বজায় রাখলো আইসল্যান্ড ম্যাচেও ৷ অন্যদিকে ক্রোয়েশিয়া নিজেদের জাত দেখিয়ে দিল মনোবল ভাঙা মেসি নির্ভর এই দলের বিরুদ্ধে ৷
advertisement
এদিন প্রথমার্ধ থেকেই তারা দারুণ ফুটবল খেলছিল ৷ কিন্তু গোলমুখটা খুলতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের জন্য ৷ ৫৩ মিনিটে আর্জন্টাইন গোলরক্ষক ক্যাবালেরোর জঘন্য গোলকিপিংয়ের খেসারত দিতে হয় তাদের ৷ ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন রেবিচ ৷
এক গোল পিছিয়ে পড়ে দারুণ ভাবে ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে অ্যাগুয়েরো ও স্যালভিওকে তুলে নিয়ে হিগুয়েন ও প্যাভনকে নামান ৷ একটু বাদে নামানো হয় ড্যাবালাকেও ৷ কিন্তু গোলমুখ খোলার জন্য জর্জ সাম্পাওলির কোনও ছেলেরাই বিশেষ কিছু করে দেখাতে পারেনি ৷
advertisement
অন্যদিকে ৮০ মিনিটে মদরিচ দলের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন ৷ খেলার সংযুক্তি সময়ে মরার ওপর খাঁড়ার ঘা দিয়ে যান রাকিতিচ ৷ কোভাচিচের বল লক্ষ্যে পৌঁছে দেন তিনি ৷
এদিকে এদিন কুৎসিত হারের পর এক পয়েন্ট আর্জেন্টিনার ঝোলায় ৷ শুক্রবার নাইজেরিয়া বনাম আইসল্যান্ড ম্যাচে আইসল্যান্ড জিতলে মেসিদের ব্যাকপ্যাক গুটিয়ে বুয়েনস আয়ার্সে ফিরে যাওয়ার বিমান ধরতে হবে ৷ আর যদি নাইজেরিয়া আইসল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে শেষ ম্যাচে একটা শেষ লাইফ লাইন পাবে মেসি-র নীল-সাদা ব্রিগেড ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2018 3:15 AM IST