‘অ্যাকিলিস দ্য ক্যাটের’ হাতেই থাকছে এই বিশ্বকাপের ভাগ্য

Last Updated:

এক বধির সাদা বেড়াল যার নাম অ্যাকিলিস সেই হতে চলেছে এবারের বিশ্বকাপের বড় আকর্ষণ ৷

#সেন্ট পিটার্সবার্গ : এক বধির সাদা বেড়াল যার নাম অ্যাকিলিস সেই হতে চলেছে এবারের বিশ্বকাপের বড় আকর্ষণ ৷ একদম ঠিক ধরেছেন ৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বাজিমাত করা অক্টোপাস পলের ঢঙে এবারের বিশ্বকাপে ম্যাচের আগেই বিজয়ী বেছে নেওয়ার কাজ করবে অ্যাকিলিস ৷
পল অক্টোপাসকে জলের মধ্যে খাবার দেওয়া হত সেখানেই দুটি বক্সের একটায় একদেশ অন্যটায় অন্যদেশের পতাকা দিয়ে মার্কা দেওয়া থাকত ৷ পল যে বক্সের খাবার বেছে নিত সেই দলকেই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হত ৷ এবারেও সেই একই প্যাটার্ন ৷ তবে এবার খাওয়ার রাখা হবে দুটি বাটিতে ৷ তাতে দুটি দেশের পতাকা লাগানো থাকবে ৷
advertisement
advertisement
সেন্ট পিটার্সবার্গের হারমিটেজ মিউজিয়ামে যিনি গার্ড ক্যাটদের দেখাশুনো করেন সেই তত্বাবধায়ক অ্যাকিলিসের পারফরম্যান্স নিয়ে খুবই আত্মবিশ্বাসী ৷ তিনি জানিয়েছেন , ‘‘ অ্যাকিলিস দারুণ দেখতে একটি সাদা বিড়াল, যার নীল চোখ ৷ এদিকে ও যেহেতু কানে শুনতে পায়না তাই ওর বোধশক্তি দারুণ জোরালো ৷’’
advertisement
অ্যাকিলিস মিউজিয়ামের বেসমেন্টে নিজের সতীর্থদের সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করে ৷ কিন্তু বিশ্বকাপের স্পেশাল ডিউটি-র জন্য তিনি ‘ক্যাট রিপাবলিক’ নামের এক ক্যাফেতে আস্তানা গাঁড়বেন ৷
পল যেভাবে সাফল্যের সঙ্গে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে স্পেনকে বেছে নিয়েছিল ,সেভাবে আর কেউ ধারাবাহিকতা দেখাতে পারেনি ৷ ২০১৪ বিশ্বকাপে এক গিনিপিগ ও এক পিরানহা মাছ ভবিষ্যত বাণী করলেও পলের ধারেকাছে কেউ আসতে পারেনি ৷ এবার অ্যাকিলিস কতটা সফল হতে পারেন তা অবশ্য বোঝা যাবে আরও একমাস পরে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘অ্যাকিলিস দ্য ক্যাটের’ হাতেই থাকছে এই বিশ্বকাপের ভাগ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement