শুক্রবার বোর্ডের বিশেষ সাধারণ সভা, নজর শ্রীনির দিকেই

Last Updated:

রাজধানীর ক্রিকেটমহলে সবার ফোকাসে আপাতত নারায়ণস্বামী শ্রীনিবাসন। বহুদিন পর কোনও বোর্ডের বৈঠকে শ্রীনির কূটনৈতিক চালের দিকে তাকিয়ে সকলে।

#নয়াদিল্লি:  রাজধানীর ক্রিকেটমহলে সবার ফোকাসে আপাতত নারায়ণস্বামী শ্রীনিবাসন। বহুদিন পর কোনও বোর্ডের বৈঠকে শ্রীনির কূটনৈতিক চালের দিকে তাকিয়ে সকলে।
বৃহস্পতিবারই টিএনসিএ সতীর্থ কাশী বিশ্বনাথনকে নিয়ে নয়াদিল্লিতে পা রেখেছেন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ বোর্ড সুপ্রিমো। রাত পোহালে দিল্লিতেই বসছে বোর্ডের বিশেষ সাধারণ সভা। যেখানে সুপ্রিম কোর্টের রায় রূপায়ণ নিয়ে দীর্ঘ আলোচনায় বসবেন বোর্ড কর্তারা।
বৈঠকের গতিবিধির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারাও। বৈঠকে ফের লোধার সুপারিশ নিয়ে রাজ‍্যের আপত্তির কথা শুনবেন বোর্ডের আইনি উপদেষ্টা কমিটির নেতৃত্বে থাকা মার্কণ্ডেয় কাটজু। ৯ অগাস্ট দিল্লিতেই বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ এবং সচিব শিরকেকে আলোচনায় তলব করেছেন বিচারপতি লোধা। তবে সেই বৈঠকেও বোর্ডের আইনি মুখপাত্র হিসেবে থাকতে পারেন কাটজু।
advertisement
advertisement
সিদ্ধান্ত হয়েছে, রায় রূপায়ণে আইনি জটিলতা নিয়ে আলোচনায় ৩ সদস্যের প‍্যানেল গড়বে বোর্ড কমিটির নেতৃত্ব থাকছেন মার্কণ্ডেয় কাটজু। প‍্যানেলে থাকবেন অভিনব মুখোপাধ‍্যায়। আপাতত এই কমিটিই লোধা কমিশনের সঙ্গে আলোচনা চালাবে রায়ের বিভিন্ন প্রস্তাব রূপায়ণে বাধা-বিপত্তি নিয়ে। তবে মঙ্গলবারের কর্মসমিতির মেজাজ থেকেই পরিস্কার, শুক্রবার বিশেষ সাধারণ সভাতেও লোধার সুপারিশ নিয়ে সুর চড়াবে বোর্ড। নেপথ্যে যার পেছনে পোড়খাওয়া শ্রীনির কূটনৈতিক চাল দেখছে ক্রিকেটমহল।
বাংলা খবর/ খবর/খেলা/
শুক্রবার বোর্ডের বিশেষ সাধারণ সভা, নজর শ্রীনির দিকেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement