গোলাপি দলীপে প্রথম দিনেই বিতর্ক, নয়ডায় দু’বার নিভল ফ্লাডলাইট !
Last Updated:
ইন্ডিয়া রেড বনাম ইন্ডিয়া গ্রিন ম্যাচের প্রথম দিন ফ্লাডলাইট নিভেছে বার দু’য়েক।
#নয়ডা: মঙ্গলবারই দেশের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছে গোলাপি বলের। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে ঢুকে পড়েছে জেপি আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স। রাতারাতি তাই ভোলও বদলে গিয়েছে দলীপ ট্রফির। কিন্তু বোর্ডের এমন আড়ম্বরের আয়োজনের মাঝেও তাল কেটেছে নয়ডার মাঠের পরিকাঠামো। ইন্ডিয়া রেড বনাম ইন্ডিয়া গ্রিন ম্যাচের প্রথম দিন ফ্লাডলাইট নিভেছে বার দু’য়েক। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়েছে যার জেরে। খারাপ আলোয় গোলাপি বলের দৃশ্যমানতা নিয়েও প্রশ্ন তুলেছেন যুবরাজ-রায়নার মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা। ফলে গোলাপি বলের অভিনব মেকভারের মাঝেই দলীপে হানা দিয়েছে ফ্লাডলাইড বিতর্ক। যা নিয়ে স্বভাবতই বেশ অস্বস্তিতে বোর্ড।
ফ্লাডলাইট বিতর্কের মাঝেই গোলাপি বলে জোড়া সেঞ্চুরিও হল দলীপে । প্রথম ভারতীয় হিসেবে গোলাপি বলে সেঞ্চুরি করলেন অভিনব মুকুন্দ। আর প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে গোলাপি বলে শতরান সুদীপ চট্টোপাধ্যায়ের। দলীপ ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়া রেডের হয়ে সেঞ্চুরি করলেন মধ্যমগ্রামের সুদীপ। ১৫৪ বলে দুরন্ত সেঞ্চুরি আসে সুদীপের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ১১৩ বলে সেঞ্চুরি করেন সুদীপ।
advertisement
প্রথম ইনিংসে মাত্র ৫ রান করেই প্যাভিলিয়ানে ফিরেছিলেন সুদীপ ৷ দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে বড় রানের দিকে এগিয়ে দিলেন। বাংলার বাঁ-হাতি ব্যাটসম্যানের সঙ্গে সেঞ্চুরি করে এদিন নজর কাড়লেন তামিলনাড়ুর ওপেনার অভিনব মুকুন্দও। ১৬২ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন মুকুন্দ। যার জোরে সুরেশ রায়নাদের গ্রিন টিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬১ রানে শেষ হয়ে যাওয়া যুবরাজ সিং-দের রেড টিম প্রায় সাড়ে তিনশোর উপর লিড নিয়ে ফেলেছে। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে যুবরাজদের রান ৩৪৪-৩। লিড ৩৫৪ রানের।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2016 10:00 AM IST