হোম /খবর /খেলা /
যে ৫টি কারণে ODI ও T20I-তে বিরাটের জায়গায় রোহিতকে অধিনায়ক করা উচিৎ, জেনে নিন

যে ৫টি কারণে ওয়ান ডে ও T20I-তে বিরাটের জায়গায় রোহিতকে অধিনায়ক করা উচিৎ, জেনে নিন

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: বিশ্বকাপে ব্যর্থতার জেরে জোড়া ক্যাপ্টেনের ভাবনা ভারতীয় ক্রিকেটে। কাপ হারিয়ে শুধু টেস্টেই অধিনায়ক থাকতে পারেন বিরাট। আর সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন উঠতে পারে রোহিতের হাতে। পাশাপাশি জল্পনায় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত। এরই মাঝে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য হবে দল-বাছাই।

    বিশ্বকাপ ব্যর্থতার জেরে ভারতীয় ক্রিকেটে ফের মাল্টিপল ক্যাপ্টেনের ভাবনা। ওয়ান-ডে এবং টি২০-তে সাদা বলের ক্রিকেটে রোহিতকে নেতৃত্বে আনার জল্পনা তঙ্গে। শুধু টেস্টে কাপ্তান থাকতে পারেন বিরাট। বিশ্বকাপ পর্যালোচনার বৈঠক হবে ক্যারিবিয়ান সফরের পরে। তবে প্রবলভাবে কোহলির বিরুদ্ধে যেতে পারে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর নেতৃত্বের রেজাল্টকার্ড। যেখানে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া আলাদা কোনও সাফল্য নেই। টি২০ বিশ্বকাপের সেমিতে হারের পর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও পাকিস্তানের কাছে আত্মসমর্পন। উল্টোদিকে কোহলির অনুপস্থিতিতে সীমিত সুযোগে ভারতকে নেতৃত্ব দিয়ে বারবার ঝলসে উঠেছে হিটম্যানের নেতৃত্ব। এশিয়া কাপ থেকে নিদাহাস ট্রফি। বিরাটহীন ভারতকে জোড়া সাফল্য এনে দিয়েছে রোহিতের ক্যাপ্টেন্সি। শুক্রবারই ক্যারিবিয়ান সফরের ভারতীয় দল বাছবেন নির্বাচকরা। কোহলি-বুমরাকে গোটা সফরে বিশ্রামের ভাবনা। আর নেতৃত্বের দৌড়ে কনফার্ম রোহিতের নাম।

    কোহলির বিরুদ্ধে যুক্তি ---------------------- - সীমিত ওভারের ক্রিকেটে বড় ট্রফি নেই

    - আইসিসি ইভেন্টে খালি হাত - বহুদেশীয় টুর্নামেন্টে জয় অধরা- দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া সাফল্য নেই - টি২০ বিশ্বকাপে ব্যর্থতা- ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হার - বিশ্বকাপে সেমিফাইনালে হার

    রোহিতের পক্ষে যুক্তি -------------------- - কোহলির অনুপস্থিতিতে সীমিত সুযোগ - ভারতকে নেতৃত্ব দিয়ে দাগকাটা সাফল্য - এশিয়া কাপে চ্যাম্পিয়ন - নিদাহাস ট্রফি জয় - আইপিএলে ধারাবাহিক সাফল্য - ব্যাটে ফর্মে, ধারাল ক্রিকেট মস্তিষ্ক

    এদিকে বিশ্বকাপ শেষে আরেক জটিল প্রশ্ন ঘুরছে ভারতীয় ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি ধোনি। নিজে অবসর না নিলে ধোনি দলে অটোমেটিক চয়েস নাও হতে পারেন। সোমবার এমনই ইঙ্গিতবাহী মন্তব্য করেন এক বোর্ডকর্তা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত যাই হোক, ২০২০-র আইপিএলেও চেন্নাই সুপারকিংসের নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের পর ধোনির ভবিষ্যত নিয়ে মন্তব্য ফ্র্যাঞ্চাইজির।

    First published:

    Tags: Captain, ICC Cricket World Cup 2019, Rohit Sharma, Virat Kohli