Naseem Shah House Firing: ভয়ঙ্কর! পাকিস্তানের তারকা ক্রিকেটারের বাড়িতে এলোপাথাড়ি গুলি! পাঁচ দুষ্কৃতির তাণ্ডব, প্রবল আতঙ্ক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Naseem Shah: পাকিস্তান ক্রিকেটারের বাড়িতে এলোপাথাড়ি গুলি। পাক পেসার নাসিম শাহের বাড়িতে ভয়াবহ ঘটনা। ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায়।
করাচি : পাকিস্তান ক্রিকেটারের বাড়িতে এলোপাথাড়ি গুলি। পাক পেসার নাসিম শাহের বাড়িতে ভয়াবহ ঘটনা। ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ঘটনার সময় নাসিম শাহের পরিবার বাড়িতেই ছিল। তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি যে তাঁর ছোট ভাই হুনাইন শাহ ও উবায়দ শাহ সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন কি না!
পুলিশ ও প্রতিবেশীদের মতে, সোমবার ভোরে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে গুলি চালায়। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ঘটে। হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে একাধিক গুলি চালায়, ফলে দরজা ও দেওয়ালে গুলির চিহ্ন তৈরি হয়। গুলিবর্ষণের পর পরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
advertisement
মায়ার থানার পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আশপাশের বাড়িগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ক্রিকেটারের বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোয়ার দির জেলার পুলিশের মতে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়। বরং এটি সম্ভবত জমি-সংক্রান্ত বিরোধ বা স্থানীয় শত্রুতার ফলাফল।
advertisement
advertisement
শাহের বাবা লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তৈমুর খানের সঙ্গেও দেখা করেছেন। তিনি তাঁকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহের পরিবার সেখানকার পুরনো বাসিন্দা। তাঁদের কারও সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ নেই।
আরও পড়ুন- মেসেজ-এর পর মেসেজ, ফোনের পর ফোন…! শামি উত্তর দেননি, মারাত্মক অভিযোগ
নাসিম শাহের দুই ভাই হুনাইন শাহ এবং উবায়দ শাহ পেশাদার ক্রিকেটার। হুনাইন শাহ ২০২৪ সালের পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে বড় রান করেছিলেন। সম্প্রতি কায়েদ-এ-আজম ট্রফিতেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে, উবায়দ শাহ পিএসএলে মুলতান সুলতানস দলের হয়ে খেলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 5:01 PM IST

