Angel Di Maria: ফুটবল প্রেমিদের জন্য পুজোর বোনাস! উৎসবের মরশুমে শহরে আসছেন বিশ্বজয়ী ডি মারিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
FIFA World Cup Winning Argentina star Angel Di Maria may come to Kolkata During This Durga Puja 2023: মেসির আরও এক সতীর্থ আসতে চলেছেন কলকাতায়। সবকিছু ঠিকঠাক থাকলে পুজো মরশুমেই সিটি অফ জয়-তে পা রাখতে চলেছে মেসির সবথেকে প্রিয় সতীর্থ, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া।
কলকাতা: গত জুলাই মাসেই কলকাতা সফরে এসছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তিলোত্তমার ফুটবল প্রেমিদের ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন মেসির প্রিয় দিবু। এবার সেই রেশ কাটতে না কাটতেই মেসির আরও এক সতীর্থ আসতে চলেছেন কলকাতায়। সবকিছু ঠিকঠাক থাকলে পুজো মরশুমেই সিটি অফ জয়-তে পা রাখতে চলেছে মেসির সবথেকে প্রিয় সতীর্থ, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া।
শতুদ্র দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার ডি মারিয়াকে শহরে আনার উদ্যোক্তাও তিনি। বিশ্বকাপে ফাইনালে গোল স্কোরারকে শহরে আনার যাবতীয় কাজ একবারে শেষের দিকে রয়েছে। কবে আসছেন ডি মারিয়া তার সঠিক তারিখ ঘোষণা এখনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে ২১ অক্টোবরের থেকে ২৬ অক্টোবরের মধ্যে কলকাতায় আসতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে উৎসবের মরশুমে কলকাতায় ডি মারিয়ার আসা ফুটবল প্রেমিদের কাছে পুজোর বোনাস বলা যেতেই পারে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর লগ্ন থেকে সঙ্গে রয়েছেন ডি মারিয়া। একসঙ্গে জিতেছেন ছোটদের বিশ্বকাপ, অলিম্পিক গোল্ড মেডেল, কোপা আমেরিকা, ফিনালিসিমা ও সর্বোপরি ফুটবল বিশ্বকাপ। প্রতিটি ফাইনালে গোলও করেছেন ডি মারিয়া। মেসির ব্যর্থতা-সাফল্যকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাই শহরে আসলে ডি মারিয়ার জীবনের নান দিক জানার পাশাপাশি মেসির নানা অজানা দিক জানার জন্য এখন থেকেই উদগ্রীব ফুটবল প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 12:48 AM IST