হোম /খবর /খেলা /
প্রথম ম্যাচে হারতে হয়েছে দুই দলকে, ডু অর ডাই ম্যাচে মুখোমুখি সার্বিয়া-ক্যামেরুন

প্রথম ম্যাচে হারতে হয়েছে দুই দলকে, ডু অর ডাই ম্যাচে মুখোমুখি সার্বিয়া-ক্যামেরুন

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সার্বিয়া-ক্যামেরুন। প্রথম ম্যাচে হারতে হয়েছে দুই দলকে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জয় ছাড়া কোনও উপায় নেই।

  • Share this:

#আল জানাব স্টেডিয়াম: বিশ্বকাপের গ্রুপ জি গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে সার্বিয়া ও ক্যামেরুন। প্রতিযোগিতার টিকে থাকতে গেলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ ডু অর ডাই। কারণ প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলেও ২-০ গোলে হারতে হয়েছে সার্বিয়াকে। অপরদিকে, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়েছিল ক্যামেরুন। ফলে শেষ ষোলোর আশা জিইয়ে রাখতে উভয় দলেরই দরকার ৩ পয়েন্ট।

ব্রাজিলের বিরুদ্ধে হারলেও ম্যাচের প্রথমার্ধে যে লড়াইটা করেছিল সার্বিয়া তার প্রশংসা করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের দুরন্ত আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি সার্বিয়া। তবে ক্যামেরুনের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ড্রাগন স্টোকোভিচের দল। ১৯৯৮ বিশ্বকাপে শেষবার নকআউটে স্টেজে পৌছেছিল সার্বিয়া। এবার ফের একবার দ্বিতীয় রাউন্ডে যাওয়াই লক্ষ্য সার্বিয়ার।

আরও পড়ুনঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী এবার এশিয়াতে খেলবেন, পেলেন রেকর্ড টাকার প্রস্তাব

অপরদিকে, বিশ্বকাপে শেষ নিজেদের ম্যাচ জিতেছিল ক্যামেরুন ২০০২ সালে। ২০১৮ সালে যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যামেরুন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ছিল ক্যামেরুন। এবার প্রথম ম্যাচে সুইসদের বিরুদ্ধে হারতে হয়েছে রিগোবার্ট সংয়ের দলকে। ক্যামেরুনের হয়ে এই ম্যাচে বড় ভূমিকা নিতে দেখা যেতে পারে ডিফেন্ডার নিকোলাস এনকোলো ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার এরিক ম্যাক্সিম শোপু-মোতিংকে। দ্বিতীয় ম্যাচে ৩ পয়েন্টই লক্ষ্যে ক্যামেরুনের।

Published by:Sudip Paul
First published:

Tags: Fifa world Cup 2022, Qatar World Cup 2022, Serbia