আর্জেন্টিনাকে হারানোর পর সৌদি আরবের মিশন পোল্যান্ড, জয়ে ফেরার লক্ষ্যে লেওনডস্কিরা

Last Updated:

গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ধে ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে সৌদি আরব ও পোল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাসী সৌদি। অপরদিকে, মেক্সিকোর বিরুদ্ধে ড্র করার পর জয়ে ফিরতে মরিয়া লেওনডস্কিরা।

#এডুকেশন সিটি স্টেডিয়াম: শনিবার মধ্যরাতে মেক্সিকোর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে গ্রুপ সি-র অপর ম্যাচে সন্ধে ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে সৌদি আরব ও পোল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনার মত হেভিওয়েট দলকে হারিয়ে মহাচমক দিয়েছে হার্ভে রেনার্ডের দল। দ্বিতীয় ম্যাচ জিততেও পারলেই প্রতিযোগিতার শেষ ষোলোর টিকিক পাকা হয়ে যাবে সৌদির কাছে।
প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এশীয় শক্তি সৌদি। দেশের রাজার কাছ থেকে গাড়ি পুরস্কার পেয়েও উচ্ছ্বসিত গোটা দল। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে দলকে মাটিতে পা ফেলে তলার কথা বলেছেন সৌদির কোচ। আক্রমণাত্মক লড়াকু ফুটবল খেলেই পোল্যান্ডকে মাত দেওয়ার ছক কষছেন হার্ভে রেনার্ডের দল।
প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন সালহে আলশেহির ও সালেম আলদাওসারি। এছাড়াও ভালো ফুটবল খেলেছিলেন কান্নো, আল ফারাজ, আল বুরাইকানরা। বিশেষ করে তেকাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মহম্মদ আলোওইজ। কোনও কিছু না হারানোর ভাবনা নিয়েই আরও একবার নিজেদের সেরাটা উজার করে দিতে তৈরি সৌদি আরব।
advertisement
advertisement
অপরদিকে, প্রথম ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পোল্যান্ড। পেনাল্টি থেকে গোল করার সুযোগও পেয়েও তা নষ্ট করেছেন দলের নাম্বারওয়ান তারকা রবার্ট লেওনডস্কি। ফলে সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে চাপে রয়েছে পোল্যান্ডও। জয় ছাড়া উপায় নেই পোলিশদের। আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ম্যাচে নামাপ আগে সৌদি আরবের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাপাতে চলেছে লেওনডস্কিরা।
advertisement
প্রসঙ্গত, মধ্য রাতে আর্জেন্টিনা মাঠে নামলেও এই ম্যাচের ফলাফলও গুরুত্বপূর্ণ নীল-সাদা ব্রিগেডের কাছে। সি গ্রুপ থেকে এখনও প্রতিটি দলেরই পরের রাউন্ডে যাওয়ার আশা রয়েছে। তাই প্রতিটি দলের খেলার উপরই নজর রাখছে সব দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনাকে হারানোর পর সৌদি আরবের মিশন পোল্যান্ড, জয়ে ফেরার লক্ষ্যে লেওনডস্কিরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement