আর্জেন্টিনার 'স্যান্টা বুড়ো' মেসি, ভিডিও দেখলে মন ছুঁয়ে যাবে আপনারও
- Published by:Sudip Paul
Last Updated:
১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফাইনাল জয়টা যে আর্জেন্টিনার সাড়ে তিন দশকে সবথেকে বড় উৎসব সেটা বলার অপেক্ষা রাখে না। সাত দিন ধরে টানা চলা উৎসব বড়দিনে তা আরও বাড়তি মাত্রা নেয়।
#বুয়েনস আয়ার্স: বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ক্রিসমাস। তবে আর্জেন্টিনার বড়দিনের উৎসবটা শুরু হয়ে গিয়েছিল আগের রবিবার থেকেই। ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফাইনাল জয়টা যে আর্জেন্টিনার সাড়ে তিন দশকে সবথেকে বড় উৎসব সেটা বলার অপেক্ষা রাখে না। সাত দিন ধরে টানা চলা উৎসব বড়দিনে তা আরও বাড়তি মাত্রা নেয়। আর এবারের ক্রিসমাস যে গিফটা দেশবাসীকে লিওনেল মেসি দিয়েছেন তার থেকে বড় কিছুই হতে পারে না।
বিশ্বজয়ের পর প্রথম ক্রিসমাস। আর আর্জেন্টিনার ফুটবল সংস্থার করফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা মন ছুয়ে গিয়েছে সকলের। ভিডিওতে দেখা গিয়েছে একটি বাচ্চা ছেলে অন্ধকারে সিঁড়ি থেকে নেমে আসছে। স্যান্টাক্লজ কী উপহার দিয়ে গিয়েছে তা খুঁজে বেড়াচ্ছে বাচ্চাটি। তখনই দরজার বাইরে ক্রিসমাস ট্রি-র সামনে একটি লাল বাক্স দেখতে পায় বাচ্চাটি।
advertisement
¡Gracias Papá Lionel! 🎅 El regalo más preciado ya está en casa 🏆 ¡Felicidades para todo el pueblo argentino! 🇦🇷 pic.twitter.com/lobbHa1hNR
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) December 24, 2022
advertisement
আনন্দের সঙ্গে দরজা খুলে বাচ্চাটি গিয়ে সাবধানে বাক্সের ফিতে খোলেন শিশুটি। বাক্সের ঢাকনা খুলতেই অবাক শিশুটি। কারণ এমন উপহার স্বপ্নেও কল্পনা করতে পারেনি তিনি। বাক্সের ভিতরে তুলোয় শোয়ানো রয়েছে বিশ্বকাপ। ছেলেটি আলতো করে বিশ্বকাপটি তুলে ধরেন। চোখে-মুখে তখন এক পরম প্রাপ্তির ছাপ। বিশ্বকাপ ট্রফিটি চুমু খেয়ে বাচ্চাটি বলে, 'ধন্যবাদ পাপা লিওনেল'।
advertisement
আর্জেন্টিনার প্রচলিত স্যান্টাক্লজের নাম 'পাপা নোয়েল'। প্রতিবছর শিশুরা মনে করেন তিনই সকলকে উপহার দেন। এবার আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফ থেকে ভিডিও প্রকাশ করে মেসিকেই স্যান্টাক্লজ হিসেবে তুলে ধরা হয়েছে। যেই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সকলের মন ছুঁয়ে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 7:42 PM IST