হাড্ডাহাড্ডি তৃতীয় স্থানের লড়াই, প্রথমার্ধে মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ক্রোটরা

Last Updated:

বিশ্বকাপের তৃতীয় পজিশনের ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো। প্রথম ৪৫ মিনিটের শেষে ২-১ গোলে এগিয়ে জ্লাতকো দালিচের দল। ক্রোয়েশিয়ার হয়ে ২টি গোল করেন গ্যাভ্রাডিওল ও অরিসিচ। অপরদিকে মরক্কোর হয়ে একটি গোল করেন আসরফ দারি।

#দোহা: ক্রোয়েশিয়া বনাম মরক্কোর বিশ্বকাপের তৃতীয় পজিশনের ম্যাচ হলেও রোমাঞ্চ, আক্রমণ, অনবদ্য গোলের কোনও ঘাটতি নেই। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের। প্রথম ৪৫ মিনিটের শেষে ২-১ গোলে এগিয়ে জ্লাতকো দালিচের দল। ক্রোয়েশিয়ার হয়ে ২টি গোল করেন গ্যাভ্রাডিওল ও অরিসিচ। অপরদিকে মরক্কোর হয়ে একটি গোল করেন আসরফ দারি।
সেমি ফাইনালে হারের ধাক্কা ভুলে নতুন উদ্যোমে তৃতীয় পজিশনের ম্যাচে নামে ক্রোয়েশিয়া ও মরক্কো। গতবার রানার্সআপ হলেও এবার তৃতীয় স্থান পাকা করতে এদিন ম্যাচের শুরু থেকেই মরিয়া দেখায় জ্লাততো দালিচের দলকে। অপরদিকে, ফাইনালে ওঠার স্বপ্ন হাতছাড়া হলেও তৃতীয় স্থান অধিকার করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের স্মরণীয় করে রাখার লক্ষ্যে ঝাপায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের ছেলেরা।
advertisement
ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল খেলে দুই দল। গোটা প্রতিযোগিতায় দুই দল ডিফেন্সিভ ফুটবল খেললেও এদিন আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে ক্রোয়েশিয়া ও মরক্কো। ম্যাচের ৭ মিনিটেই প্রথম গোলের মুখ খোলে ক্রোটরা। ক্রস থেকে দুরন্ত হেডে গোল করেন গ্যাভ্রাডিওল। যদিও লিড মাত্র ২ মিনিট ধরে রাখতে পেরেছিল ক্রোটরা। ম্যাচের ৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আসরফ দারি।
advertisement
advertisement
এর পর আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। দুই দলই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে কিন্তু কাজের কাজ হচ্ছিল না। তবে প্রথমার্ধে মাঝমাঠের রাশ বেশ হাতে ছিল ক্রোয়েশিয়ার। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে দালিচের দল। যার ফলস্বরূপ ম্যাচের ৪৩ মিনিটে চোখ ধাঁধানো গোল করেন অরিসিচ। যা এই বিশ্বকাপের অন্যতম সেরা। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হাড্ডাহাড্ডি তৃতীয় স্থানের লড়াই, প্রথমার্ধে মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ক্রোটরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement