শেষ দিনেও কাতারে থাকছে জমকালো অনুষ্ঠান, পারফর্ম করবেন নোরা ফতেহি

Last Updated:

কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ম্যাচের আগে থাকছে জমকালো অনুষ্ঠান।

দোহা: ২০ নভেম্বর জমাকলো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। তারপর একমাসের ফুটবল যুদ্ধ। দেখতে দেখতে একেবারে শেষ ল্যাপে এসে পৌছেছে কাতার বিশ্বকাপ। রবিবার লুসেইল স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। মেসি না এমবাপে ট্রফি উঠবে কার হাতে তা জানা যাবে আর কিছু সময়ের মধ্যে। উদ্বোধনেরক মত শেষ দিনেও আয়োজন করা হয়েছে জমকালো অনুষ্ঠানের।
ভারতীয় সময় রাত ৮.৩০ থেকে শুরু হতে চলেছে মেগা ফাইনাল। তার আগেই চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তরফে বলা হচ্ছে এমন অনুষ্ঠান হবে যা মনে রাখবে সারা বিশ্ব। ম্যাত শুরুর দেড় ঘণ্টা আগে সকল দর্শকদের মাঠে আসার কথা বলা হয়েছে। তবে কখন থেকে শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সেই সম্পর্কে নিশ্চিৎ করে এখনও কিছু জানানো হয়নি।
advertisement
অনুষ্ঠানে বিশ্বকাপের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে ‘আ নাইট টু রিমেম্বার’ একটি গান চালানো হবে। এছাড়া বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। এর পর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। সঙ্গে থাকবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা দীপিতা পাদুকোনেরও।
advertisement
advertisement
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সকলের নজর কেড়েছিল। এবার শেষের অনুষ্ঠানেও বিশ্ব দরবারে আরও একবার নিজেদের ছাপ ছাড়তে প্রস্তুত কাতার। সবজু গালিচার মহারণের আগে ক্লোসিং সেরেমনি নিয়েও উঙসাহ তুঙ্গে ফুটবল প্রেমিদের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শেষ দিনেও কাতারে থাকছে জমকালো অনুষ্ঠান, পারফর্ম করবেন নোরা ফতেহি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement