পোল্যান্ডের বিরুদ্ধে আজ 'অগ্নিপরীক্ষা' মেসির আর্জেন্টিনার, চ্যালেঞ্জ দিতে তৈরি লেওনডস্কিরা

Last Updated:

বিশ্বকাপের গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও পোল্যান্ড। শেষ ষোলোর টিকিট পাকা করতে হলে জয় ছাড়া গতি নেই মেসির দলের। লড়াই দিতে প্রস্তুত পোলিশরা।

#স্টেডিয়াম ৯৭৪: মেক্সিকো ম্যাচে জয় এখন অতীত। বুধবার মধ্যরাতে আরও এক ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে নামছে আর্জেন্টিনা। তবে মেক্সিকো ম্যাচে জয় গোটা দলটার আত্মবিশ্বাস ও শরীরী ভাষাটাই পাল্টে দিয়েছে। বিশ্বকাপের নকআউট রাউন্ড ছাড়া এখন কিছুই ভাবতে নারাজ নীল-সাদা ব্রিগেড। বিপক্ষে রবার্ট লেওনডস্কির মত তারকা স্ট্রাইকার থাকলেও তার দল যে তৈরি তা সাফ জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
কাতার বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং গ্রাউন্ড থ্রি-তে সোমবার সন্ধেয় অনুশীলন করে আর্জেন্টিনা দল। দলের ফুরফরে মেজাজ ও হাসি-গল্প সঙ্গে পরিকল্পনামাফিক অনুশীলনই বলে দিচ্ছিল এই আর্জেন্টিনা ও সৌদি ম্যাচের আর্জেন্টিনার মধ্যে অনেক তফাৎ। তবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিৎ হয়ে যাবে পোল্যান্ডের। তাই খুব একটা বেশি অ্যাটাকে না গিয়ে সুযোগের অপেক্ষা করবে লেওনডস্কিরা। অপরদিকে, মেসিদের লক্ষ্য শুধুই জয়।
advertisement
ম্যাচের আগের দিন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, 'লেয়নডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।' পাশাপাশি লেওনডস্কিকে আটকানোর জন্য নীল-সাদা রক্ষণও যে একশো শতাংশ তৈরি তা জানিয়ে দিলেন ডিফেন্ডার লেসান্দ্রো মার্টিনেজ।
advertisement
advertisement
অনুশীলনে মেসিকে খুব একটা পরিশ্রম করতে দেখা না গেলেও সেট পিসের উপর জোর দিয়েছেন আর্জেন্টাইন তারকা। প্রথম দুিট ম্যাচে সেভাবে ভালো ফ্রি কিক দেখা যায়মি মেসির পায়ে। মরণ বাঁচন ম্যাচে যাতে কোনও সুযোগ হাত ছাড়া না হয় সেদিকেই নজ এলএমটেনের। আর আর্জেন্টির বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করতে হলে আরও একবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
advertisement
অপরদিকে, আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ। বিশেষ করে মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। তবে তার দল যে শক্তি অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করবেন সেকথা জানিয়েছেন পোলিশ কোচ। ফলে স্টেডিয়াম ৯৭৪-এ আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পোল্যান্ডের বিরুদ্ধে আজ 'অগ্নিপরীক্ষা' মেসির আর্জেন্টিনার, চ্যালেঞ্জ দিতে তৈরি লেওনডস্কিরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement