ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, শক্তি বাড়তে চলেছে মেসিদের

Last Updated:

কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালের আগে সুখবর আর্জেন্টিনা শিবিরে।

#দোহা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই লুসেইল স্টেডিয়ামে শুরু হতে চলেছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল। মেসি না এমবাপে কাতারে কার হাতে উঠতে চলেছে ট্রফি তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দলের প্রথম একাদশে অ্যাঞ্জেল দি মারিয়া ফিরবেন না তিনি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তবে ম্যাচের আগে দি মারিয়কে নিয়ে আশার আলো দেখিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন দি মারিয়া। উরুর চোটে কাবু ছিলেন তিনি। তারপর থেকেই ডাগআউটে রয়েছে তারকা স্ট্রাইকার। মাঝে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে কিছুক্ষণের জন্য নেমেছিলেন দি মারিয়া। তবে ফাইনালের আগে দলের অভিজ্ঞ প্লেয়ার যে পুরোপুরি ফিট তা জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি। সাংবাদিক বৈঠকে আর্জেন্টিনার কোচ বলেন, 'ডি মারিয়া একদম ফিট। গত সপ্তাহ জুড়ে ও অনুশীলন করেছে। ফাইনালে ডি মারিয়া খেলবে।'
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে গত বছর কোপা আমেরিকা ফাইনালে দি মারিয়ার গোলেই ব্রাজিলকে হারিয়ে ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। কেটেছিল মেসির ট্রফির খরা। এবার বিশ্বকাপ ফাইনালে দলের লাকি চার্মকে একাদশে রেখেই রণনীতি সাজাচ্ছেন স্কালোনি। মেসির মতই দি মারিয়ারও এটি শেষ বিশ্বকাপ। ফাইনালে প্রথম একাদশে থাকলে নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছেন দি মারিয়া নিজেও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, শক্তি বাড়তে চলেছে মেসিদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement