#দোহা: কাতার বিশ্বকাপ শুরুর আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পরই কী মেসি অবসর নেবেন, না আরও কিছু ম্যাচ নীল-সাদা জার্সিতে খেলবেন সেই বিষয়ে কোনও কিছুই খোলাসা করে জানাননি আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার বিশ্বকাপের মাঝেই মেসির অবসর নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার মধ্যরাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামতে চলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ থেকে মাত্র ২ ধাপ দূরে লিওনেল মেসি। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মেসির অবসর নিয়ে স্কালোনি বলেন, 'মেসিকে আমি চিনি। ও সব সময়ই জিততে ভালবাসে। ওর খেলতে চাওয়ার ইচ্ছা আমাদের আনন্দ দেয়। মেসি এখন প্যারিসে খুশি আছে। ওর পরিবারও খুশি আছে।'
এছাড়াও নীল-সাদা ব্রিগেডের হেডস্যার বলেছেন, 'আমরা তো মেসিকে খেলতে দেখতেই চাই। এবার দেখা যাক সে মেসি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যায় কি না। মেসি নিজের খেলা উপভোগ করতে পারছে কিনা সেটাই আসল ব্যাপার। আমাদের সঙ্গে গোটা ফুটবল দুনিয়া ওকে খেলতে দেখতে চায়।' তবে সিদ্ধান্তটা পুরোপুরি মেসির হাতেই ছেড়েছেন লিওনেল স্কালোনি।
আরও পড়ুনঃ সেমি ফাইনালের আগে এই তথ্য, সাবধান না হলে স্বপ্ন শেষ হতে পারে মেসি ও আর্জেন্টিনা ফ্যানেদেরপ্রসঙ্গত, ক্রোটদের বিরুদ্ধেও দলের একমাত্র আশা ভরসার নাম মেসি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরের দিনও বিশ্রাম নেননি মেসি। মাঠে না নামলেও জিমে গা ঘামিয়েছেন। ম্যাচের আগের দিন অনুশীলনও খুবই শান্ত দেখিয়েছেন। আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন নীরবতা-স্তব্ধতা ঝড় ওঠার আগের পূর্বাভাস। কারণ সকলেই জানেন যতই বিপক্ষ দল তাকে একাধিক ম্যান মার্কিং করুক, তার খেলার জায়গা ছোট করে দিক, একটা ছোট্ট সুযোগে গোল করে বা একটা পাসেই ম্যাচের রং বদলে দিতে পারেন লিও। তাই ক্রোটদের বিরুদ্ধে সেই মেসি ম্যাজিকই ভরসা আর্জেন্টিনার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Croatia, Fifa world Cup 2022, Lionel Messi