আর্জেন্টিনার সামনে ডনের দেশ, 'ফলস নাইনের' ভূমিকায় ফের কী ত্রাতা হবেন মেসি
- Published by:Sudip Paul
Last Updated:
শনিবার মধ্যরাতে বিশ্বকাপের নক আউট পর্বে নামতে চলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রিকেটে ডনের দেশ অস্ট্রেলিয়া। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল। তবে চিন্তা বাড়িয়েছে দলের তারকা ফুটবলারের চোট।
#আহমেদ বিন আলি স্টেডিয়াম: কাতার বিশ্বকাপের প্রথমার্ধ শেষ। এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ৩২ দল থেকে চূড়ান্ত ১৬ দল। শনিবার থেকেই শুরু প্রি-কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সামনে ইউএসএ। রাত সাড়ে বারোটার ম্যাচে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ডনের দেশের বিরুদ্ধে ফের একবার মেসি ম্যাজিকের অপেক্ষা। তবে নীল-সাদা শিবিরে বেশি স্বস্তি শুধু মেসি নন, দলের একাধিক ফুটবলার গোলের মধ্যে রয়েছেন।
মেসির পেনাল্টি মিসেও আক্ষেপ নেই। গ্রুপের প্রথম ম্যাচের থেকে বেশি সংঘবদ্ধ দেখিয়েছে আর্জেন্টিনা শিবিরকে। প্রত্যেকে প্রত্যেকের জন্য সবটুকু দিয়ে লড়ছেন। গত ম্যাচের পর সেরার পুরস্কার অ্যালিস্টারের হাতে তুলে দিয়েছেন মেসি। প্রতিমুহূর্তে ধরা পড়ছে টিম আর্জেন্টিনা। তবে সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে পোল্যান্ডের বিরুদ্ধে জুলিয়ান আলভারেজের গোল। জালে জড়ানোর আগে যাতে পাস থাকল একটা কিংবা দুটো নয়, ২৭টি। বিশ্বকাপে আর্জেন্টিনা এর আগে এত টানা পাস খেলে গোল করতে পারেনি। পোলিশ ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস সৌদি হারের ধাক্কা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই ধরাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য কোচ লিয়োনেল স্কালোনির। তবে খাতায় কলমে অস্ট্রেলিয়া দুর্বল হলেও সকারুজদের সমীহ করছে আর্জেন্টাইন শিবির। ৪-১-৪-১ ছকে দল নামানোর পরিকল্পনা। ফলস নাইনের ভূমিকায় ত্রাতা মেসি। চিন্তায় শুধু দি মারিয়ার চোট।
advertisement
অন্যদিকে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪ গোলে খেয়েও দমে যায়নি অজিরা। তিউনিশিয়ার পর ডার্কহর্ষ ডেনমার্ককে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেছে গ্রাহাম আর্নল্ডের ছেলেরা। ২০০৬ বিশ্বকাপে শেষ ষোলতে পৌঁছেও বিদায় নিতে হয়েছিল অজিদের। এবার সেই রেকর্ড টপকাতে চায় সকারুজরা। ম্যাচের আগে হুঙ্কার দিয়ে রেখেছেন তাঁদের কোচ। মেসিদের হারিয়ে শেষ আটে ওঠাই টার্গেট ম্যাথিউ রায়ানদের। ৪-২-৩-১ ছকে দল নামাতে চলেছেন অজি কোচ।
advertisement
রাউন্ড অফ সিক্সটিনে এই হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। মেসিদের বিরুদ্ধে ১ বার মাত্র জিততে পেরেছে অস্ট্রেলিয়া। ১ বার ড্র। বাকি ৫ বার আর্জেন্টিনা জয়ী। দুদলের সবশেষ ম্যাচটি হয়েছে ২০০৭ সালে। যেখানে ১-০ গোলে জয়লাভ করে লাতিন আমেরিকার দেশটি।
advertisement
প্রি-কোয়ার্টারের এই মেগা ম্যাচের আগে দুই শিবিরই ফিফাকে কাঠগড়ায় তুলছে। গ্রুপ লিগের শেষ ম্যাচের বাহাত্তর ঘণ্টার মধ্যেই নক-আউট পর্বের ম্যাচ। আর এতেই তুমুল চটেছেন আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তাঁদের অভিযোগ, খেলোয়াড়দের সঙ্গে রোবটের মতো আচরণ করছে ফিফা! বুধবার রাতে ম্যাথু লেকি'র গোলে ডেনমার্ককে হারিয়েই শনিবারই মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার হাতে সময় আরও কম। অস্ট্রেলিয়ার খেলার ৪ ঘণ্টা পরে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমছিলেন মেসিরা। এত কম সময়ের ব্যবধানে সেকেন্ড রাউন্ডের ম্যাচ খেলতে হওয়ায় রীতিমত ক্ষিপ্ত আর্জেন্টিনার কোচ স্কালোনিও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 03, 2022 3:21 PM IST







