রাশিয়া বিশ্বকাপ ডোপমুক্ত, সোচির কলঙ্কে প্রলেপ ফুটবলের, সফল ফিফার উদ্যোগ
- Published by:Ravi Singh3
- news18 bangla
Last Updated:
ফুটবল বিশ্বকাপকে ডোপমুক্ত ঘোষণা করেছে ফিফা। ফুটবলারদের ডোপ টেস্টে ইতিবাচক কিছু পায়নি ফিফা।
#মস্কো: ডোপকাণ্ডে রাশিয়ার নাম জড়িয়েছে বারবার। ডোপিং হাব বলে পরিচিত রাশিয়াতেই এবার আসর বসেছিল ফুটবলের। ফুটবল বিশ্বকাপকে কলঙ্কমুক্ত করতে বহু উদ্যোগ নেয় ফিফা। সাহায্যের হাত বাড়িয়ে দেন রুশ প্রেসিডেন্টও। ফিফার সেই উদ্যোগ অবশ্য বিফলে যায়নি। ফুটবল বিশ্বকাপকে ডোপমুক্ত ঘোষণা করেছে ফুটবল নিয়ামক সংস্থা।
ডোপ টেস্টে নাম শুনলেই যেন বুক কাঁপে রাশিয়ার। পুতিনের দেশের ডোপিং কেলেঙ্কারির জল বয়ে গেছে বহুদূর। কেলেঙ্কারির জেরে শীতকালীন অলিম্পিক থেকে নিষিদ্ধও করা হয়েছে রাশিয়াকে। তবে ফুটবল বিশ্বকাপকে ডোপমুক্ত ঘোষণা করেছে ফিফা। ফুটবলারদের ডোপ টেস্টে ইতিবাচক কিছু পায়নি ফিফা।
৩৯৮৫টি নমুনার উপর ২০৩৭ রকমের ডোপ পরীক্ষা করা হয়। বিশ্বকাপ শুরুর আগে সব ফুটবলারকে ডোপ টেস্ট দিতে হয়েছিল। বিশ্বকাপের ম্যাচ চলার মাঝেও সন্দেহজনক কিছু পেলেই দিতে হয়েছে ডোপ পরীক্ষা। কাকতালীয়ভাবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছনো চার দেশের ফুটবলাররাই সবথেকে বেশিবার ডোপ পরীক্ষা দিয়েছেন। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে নমুনাগুলি ওয়াডার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এই বিশ্বকাপের মাঝে রাশিয়ার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনে জার্মানির এক সংবাদমাধ্যম। ছবি প্রকাশ করে সংস্থাটি দাবি করে, রাশিয়ার ফুটবলাররা মাঠের বাইরে থেকে কিছু শুঁকে মাঠে নামছেন। পরে জানা যায় তুলোয় অ্যামোনিয়া শুঁকে মাঠে নামতেন চেরিশেভরা। জার্মানির সংবাদমাধ্যমের অভিযোগ অবশ্য গ্রহণই করেনি ফিফা। অ্যামোনিয়া ফিফার নিষিদ্ধ তালিকায় না থাকায় ওখানেই বিতর্কের ইতি হয়। তাই বলা যেতেই পারে সোচির কলঙ্কে খানিকটা যেন প্রলেপ দিল ফুটবল বিশ্বকাপ।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2018 1:05 PM IST