FIFA Best Awards 2023: এবারও কি ফিফার সেরা হবেন মেসি? সামনে এল সেরা তিনের তালিকা

Last Updated:

The Best FIFA Football Awards 2023: ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৩ -এর অনুষ্ঠান আয়োজিত হবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি। লন্ডনে হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। শেষ তিনের তালিকা প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

২০২৩ সালে কে হবে ফিফার বর্ষসেরা প্লেয়ার? এবারও কী সেরার শিরোপা নিয়ে যাবে লিওনেল মেসি? নাকি আগামী প্রজন্মের হাতে উঠবে ফিফা বেস্টের অ্যাওয়ার্ড। বছর শেষে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের মধ্যে এই জল্পনা চলছে। এরই মধ্যে কোন শেষ ৩ জন সেরা হওয়ার দৌড়ে রয়েছে সেই নাম জানিয়ে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
ফিফা যে সেরা তিনের তালিকা প্রকাশ করেছে সেখানে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড। এছাড়া মহিলাদেরও সেরা হওয়ার দৌড়ে কারা রয়েছেন তাও জানিয়েছে ফিফা। তার হলেন আইতানা বনমাতি, লিন্ডা সাইসেডো এবং জেনিফার হারমোসো। সেরা গোলের লড়াইয়ে রয়েছেন জুলিয়ো এনসিসো, গুইলহার্ম মাদরুগা এবং নুনো স্যান্টস।
গত বছর ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ অগাস্ট পর্যন্ত পারফরম্যান্স বিচার্য হয়েছে। নিয়ম অনুযায়ী ফিফা প্রথমে ১২ ফুটবলারকে বেছে নেয়। সেখান ভোটিংয়ের মাধ্যমে সেরা ৩ মনোনীত হন। এই ভোটিং প্রক্রিয়ায় অংশ গ্রহন করেন বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকরা।
advertisement
advertisement
প্রসঙ্গত,গতবছর ফিফার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। এবারের ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৩ -এর অনুষ্ঠান আয়োজিত হবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি। লন্ডনে হবে বর্ণাঢ্য অনুষ্ঠান।
বাংলা খবর/ খবর/খেলা/
FIFA Best Awards 2023: এবারও কি ফিফার সেরা হবেন মেসি? সামনে এল সেরা তিনের তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement