গ্রিন পার্কে ৫০০টেস্টের উৎসবে ভারতীয় ক্রিকেটের চাঁদের হাট !

Last Updated:

ভারতীয় ক্রিকেটের আজ নিঃসন্দেহে একটা বড় দিন ছিল ৷ ৫০০ তম টেস্ট ৷ দেশের ক্রিকেট ইতিহাসে যা বিশাল একটা মাইলস্টোন ৷

#কানপুর: ভারতীয় ক্রিকেটের আজ নিঃসন্দেহে একটা বড় দিন ছিল ৷ ৫০০ তম টেস্ট ৷  দেশের ক্রিকেট ইতিহাসে যা বিশাল একটা মাইলস্টোন ৷ গত ৮৪ বছরে এই নিয়ে ৫০০টি টেস্ট খেলে ফেলল ভারত ৷
কানপুরে ভারত-নিউজিল্যান্ড এই বিশেষ টেস্টকে ঘিরে তাই তুমুল আগ্রহ দর্শক এবং বোর্ড কর্তাদের মধ্যে ৷ রীতিমতো উৎসবের মেজাজেই রয়েছে উত্তরপ্রদেশের এই শহর ৷ তাই মুম্বইয়ে লোধা কমিটির চাপ মাথায় নিয়ে বার্ষিক সাধারণ সভা সেরেই বিশেষ বিমানে চড়ে প্রত্যেক সদস্য এবং প্রাক্তন অধিনায়করা চলে এসেছেন উত্তরপ্রদেশের একমাত্র টেস্ট সেন্টার কানপুরে ৷  আজ টেস্টের প্রথম দিনেই ছিল বিসিসিআআই আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ৷  যেখানে প্রাক্তন ভারত অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হল ৷ দিলীপ বেঙ্গসরকার থেকে সুনীল গাভাস্কর ৷ কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি -- এক মঞ্চে হাজির প্রত্যেকেই ৷ কিংবদন্তীদের এই চাঁদের হাট আয়োজনের মূল দায়িত্বে অবশ্যই ছিলেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েসনের প্রধান রাজীব শুক্লার ৷ যাদের আতিথিয়তায় মুগ্ধ সকলেই ৷ বিরাট কোহলির হাত ধরে ভারত ৫০০তম টেস্ট খেলতে নামার আগে বিসিসিআই ও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সংবর্ধিত করল দেশের প্রাক্তন অধিনায়কদের। ।
advertisement
১৯৩২ থেকে ২০১৬। এতদিনে মোট ৩২ জন অধিনায়ককে পেয়েছে ভারত। তাঁদের মধ্যে অনেকেই এখন বেঁচে নেই ৷ এছাড়া বিভিন্ন কাজে আটকে পড়াতেও অনুষ্ঠানে আসতে পারেননি অনেকে ৷ কিন্তু যাঁরা ছিলেন , তাঁদের দিয়েই গ্রিনপার্কে বোর্ডের শো সুপারহিট ৷ সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (৯৭৬) ৷ এর ঠিক পড়েই রয়েছে অস্ট্রেলিয়া ৷ এখনও পর্যন্ত মোট ৭৯১ টি টেস্ট খেলেছে ক্যাঙারুরা ৷ তালিকায় ভারত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ঠিক পড়েই চতুর্থ স্থানে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গ্রিন পার্কে ৫০০টেস্টের উৎসবে ভারতীয় ক্রিকেটের চাঁদের হাট !
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement