গ্রিন পার্কে ৫০০টেস্টের উৎসবে ভারতীয় ক্রিকেটের চাঁদের হাট !

Last Updated:

ভারতীয় ক্রিকেটের আজ নিঃসন্দেহে একটা বড় দিন ছিল ৷ ৫০০ তম টেস্ট ৷ দেশের ক্রিকেট ইতিহাসে যা বিশাল একটা মাইলস্টোন ৷

#কানপুর: ভারতীয় ক্রিকেটের আজ নিঃসন্দেহে একটা বড় দিন ছিল ৷ ৫০০ তম টেস্ট ৷  দেশের ক্রিকেট ইতিহাসে যা বিশাল একটা মাইলস্টোন ৷ গত ৮৪ বছরে এই নিয়ে ৫০০টি টেস্ট খেলে ফেলল ভারত ৷
কানপুরে ভারত-নিউজিল্যান্ড এই বিশেষ টেস্টকে ঘিরে তাই তুমুল আগ্রহ দর্শক এবং বোর্ড কর্তাদের মধ্যে ৷ রীতিমতো উৎসবের মেজাজেই রয়েছে উত্তরপ্রদেশের এই শহর ৷ তাই মুম্বইয়ে লোধা কমিটির চাপ মাথায় নিয়ে বার্ষিক সাধারণ সভা সেরেই বিশেষ বিমানে চড়ে প্রত্যেক সদস্য এবং প্রাক্তন অধিনায়করা চলে এসেছেন উত্তরপ্রদেশের একমাত্র টেস্ট সেন্টার কানপুরে ৷  আজ টেস্টের প্রথম দিনেই ছিল বিসিসিআআই আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ৷  যেখানে প্রাক্তন ভারত অধিনায়কদের সংবর্ধনা দেওয়া হল ৷ দিলীপ বেঙ্গসরকার থেকে সুনীল গাভাস্কর ৷ কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি -- এক মঞ্চে হাজির প্রত্যেকেই ৷ কিংবদন্তীদের এই চাঁদের হাট আয়োজনের মূল দায়িত্বে অবশ্যই ছিলেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েসনের প্রধান রাজীব শুক্লার ৷ যাদের আতিথিয়তায় মুগ্ধ সকলেই ৷ বিরাট কোহলির হাত ধরে ভারত ৫০০তম টেস্ট খেলতে নামার আগে বিসিসিআই ও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সংবর্ধিত করল দেশের প্রাক্তন অধিনায়কদের। ।
advertisement
১৯৩২ থেকে ২০১৬। এতদিনে মোট ৩২ জন অধিনায়ককে পেয়েছে ভারত। তাঁদের মধ্যে অনেকেই এখন বেঁচে নেই ৷ এছাড়া বিভিন্ন কাজে আটকে পড়াতেও অনুষ্ঠানে আসতে পারেননি অনেকে ৷ কিন্তু যাঁরা ছিলেন , তাঁদের দিয়েই গ্রিনপার্কে বোর্ডের শো সুপারহিট ৷ সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (৯৭৬) ৷ এর ঠিক পড়েই রয়েছে অস্ট্রেলিয়া ৷ এখনও পর্যন্ত মোট ৭৯১ টি টেস্ট খেলেছে ক্যাঙারুরা ৷ তালিকায় ভারত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ঠিক পড়েই চতুর্থ স্থানে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গ্রিন পার্কে ৫০০টেস্টের উৎসবে ভারতীয় ক্রিকেটের চাঁদের হাট !
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement