‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনিতে কাঁপল বিমানবন্দর! চ্যাম্পিয়ন মহিলা দলকে ভালবাসায় ভরিয়ে দিল ফ্যানেরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal: SAFF মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে ফ্যানেদের ভালবাসা ও সংবর্ধনায় ভেসে গেলেন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল।
SAFF মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে ফ্যানেদের ভালবাসা ও সংবর্ধনায় ভেসে গেলেন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। রবিবার রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার সমর্থক ভিড় জমান চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে। রাত প্রায় ৯টা নাগাদ দলের বিমান অবতরণ করতেই বিমানবন্দর চত্বর রূপ নেয় লাল-হলুদের সমুদ্রে। ‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনিতে কেঁপে ওঠে গোটা এলাকা। কলকাতার চেনা ফুটবল প্রেম ধরা পড়ে বিমানবন্দরে।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ইতিহাস গড়ে প্রথমবার SAFF মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতে ইস্টবেঙ্গল। নেপালের দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপাল এপিএফ-কে ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-হলুদ ব্রিগেড। উগান্ডার তারকা স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুত ২১ ও ৪৬ মিনিটে দুটি গোল করেন। এছাড়া ৩৫ মিনিটে হেমাম সিল্কি দেবীর গোলে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দল।
advertisement
LOOK AT EAST BENGAL FAN CELEBRATION ❤️💛
– Totally Packed Kolkata Airport to welcome their team on winning the SAFF Women’s Club Championship 2025!
UNREAL CRAZE & LOVE FOR FOOTBALL 🤩💥pic.twitter.com/76qv40pJ8v
— The Khel India (@TheKhelIndia) December 21, 2025
advertisement
advertisement
ট্রফি হাতে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ ও খেলোয়াড়দের ঘিরে ধরে উচ্ছ্বসিত সমর্থকেরা। কোনও রাজনৈতিক উপস্থিতি বা ভিআইপি ভিড় ছাড়াই নিখাদ ভালোবাসা ও আবেগে ভর করে উদ্যাপন চলে। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নেতৃত্বে গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকে ইস্টবেঙ্গল। রক্ষণে দৃঢ়তা ও আক্রমণে আগ্রাসী ফুটবলই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি।
advertisement
প্রসঙ্গত, গ্রুপ পর্বে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০, পাকিস্তানের করাচি সিটিকে ২-০ এবং বাংলাদেশের নাসরিনকে ৭-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। নাসরিনের বিরুদ্ধে এক ম্যাচেই পাঁচ গোল করেন ফাজিলা ইকওয়াপুত। পুরো টুর্নামেন্টে ৯ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হন। একটিও গোল না খেয়ে শিরোপা জিতে ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়নরা প্রমাণ করল, ভারতীয় মহিলা ফুটবলের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 2:50 PM IST










