• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • স্বপ্নের নায়কের সঙ্গে সেলফি তুলে রাঁচির নতুন ‘সেলিব্রিটি’ আরাধ্যা

স্বপ্নের নায়কের সঙ্গে সেলফি তুলে রাঁচির নতুন ‘সেলিব্রিটি’ আরাধ্যা

Photo-Twitter

Photo-Twitter

একটা সেলফি চাই। এই দাবিতেই স্কুটি নিয়ে হামারের পিছু ধাওয়া। অবশেষে বিমানবন্দরে গিয়ে পাকড়াও।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #রাঁচি:  একটা সেলফি চাই। এই দাবিতেই স্কুটি নিয়ে হামারের পিছু ধাওয়া। অবশেষে বিমানবন্দরে গিয়ে পাকড়াও। তারপর...। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে স্বপ্নের সেলফি তুলে অবাক কাণ্ড ঘটালেন রাঁচির কলেজ ছাত্রী আরাধ্যা।

  দিনটা ছিল ২৬ অক্টোবর। রাঁচিতেই নিউজিল্যান্ডের কাছে হার। সিরিজ তখন ২-২। পরের স্টপ বিশাখাপত্তনম। এই পরিস্থিতিতে বাড়ি থেকে প্লেন ধরার জন্য এয়ারপোর্ট যাচ্ছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাস্তার মোড়ে মাহির হামার দেখতে পান কলেজ ছাত্রী আরাধ্যা। জেদ চেপে যায় একটা সেলফি তোলার। বাকিটা জেমস বন্ডের সিনেমার চিত্রনাট্যের মতো। সম্বল বলতে স্কুটি। তা নিয়েই ছুটলেন হামারের পিছনে। অবশেষে এয়ারপোর্ট। সেখানেও খানিক কসরতের পর অসাধ্য সাধন। আরাধ্যার মুখ থেকে গোটা কাহিনি শুনে হতবাক মাহিও। শেষ পর্যন্ত সেলফি হল। স্বপ্নের নায়কের সঙ্গে সেলফি তুলে রাঁচির নতুন সেলিব্রিটি কলেজ ছাত্রী আরাধ্যা।

  রাঁচির এই ‘সেলফি কাণ্ড’ অবশ্য অনেক পরে জানাজানি হয় ৷ ধোনিকে দেখেই ছোট্ট একটা স্কুটি চেপে ধোনির পিছু নেন সেই মেয়েটি ৷ ধোনি তখনও কিছুই বুঝতে পারেননি। তাঁর হামারের পিছনে স্কুটি নিয়ে ছোটেন আরাধ্যা। এয়ারপোর্ট টার্মিনালের কাছে ধোনি যখন নিজের গাড়ি থেকে নামছেন, ঠিক সেই সময়ে আরাধ্যা ধোনির নাম ধরে চিৎকার শুরু করে দেন। সেই চিৎকার শুনে প্রথমটায় থতমত খেয়ে যান ধোনি। ঘুরে দেখেন একটি মেয়ে তাঁর নাম ধরে ডাকছেন। নিরাপত্তারক্ষীরা সেই মেয়েটিকে আটকে রাখে। কিছুতেই ধোনির কাছে যেতে দেওয়া হচ্ছিল না আরাধ্যাকে। মেয়েটিও নাছোড়বান্দা । ধোনির কাছে যাবেনই ৷ সেই দৃশ্য দেখামাত্রই নিরাপত্তারক্ষীদের মাহি বলেন, ‘ওকে আসতে দিন।’ নিরাপত্তারক্ষীরা তখন ছেড়ে দেন আরাধ্যাকে। পছন্দের ক্রিকেটারকে সামনে থেকে দেখে খুব খুশি উইমেন্স কলেজের ছাত্রী আরাধ্যা। ধোনির সঙ্গে সেলফি তোলার শখ অবশেষে পূরণ হয় তাঁর ৷

  First published: