EXCLUSIVE: ভারত-পাক ম্যাচের এগিয়ে কে, কতটা বিপদজনক শাহিন আফ্রিদি, সাক্ষাৎকার ঝুলন গোস্বামীর

Last Updated:

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। গতবার হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মেগা ম্যাচের আগে কোন দল ফেভারিট, কতটা ফ্যাক্টর হতে পারেন শাহিন আফ্রিদি। একান্ত সাক্ষাৎকারে অকপট ঝুলন গোস্বামী।

ঈরণ রায় বর্মন, কলকাতা: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। সুপার সানডে-তে ক্রিকেট জ্বরে কাবু সকল ক্রীড়া প্রেমিরা। গতবার বিশ্বকাপে হারের বদলা নিতে যেমন মুখিয়ে টিম ইন্ডিয়া। ঠিক তেমনই দুবাইয়ের পারফরম্যান্স মেলবোর্নে পুনরাবৃত্তি করতে মরিয়া পাক দল। দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের ২২ গজের লড়াইয়ে এগিয়ে কোন দল, কোন প্লেয়ার হতে পারে ম্যাচ উইনার থেকে দুই দলের শক্তি-দুর্বলতা সবকিছু নিয়েই নিউজ১৮ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন পেসার বাংলার ঝুলন গোস্বামী।
প্রশ্ন- ভারত-পাকিস্তান ম্যাচে এগিয়ে কোন দল?
উত্তর- ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোনও সময়ই এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা বিষয় নয়। ওই দিন যারা ভালো পারফর্ম করবে তার উপরই সবকিছু নির্ভর। তবে মেলবোর্নে লড়াইটা মূলত হতে চলেছে ভারতীয় ব্যাটার বনাম পাকিস্তান বোলারের। ভারতের শক্তিশালী ব্যটিং লাইনআপ অ্যাডভান্টেজে থাকবে।
advertisement
advertisement
প্রশ্ন- শাহিন আফ্রিদি কতটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে?
উত্তর- গতবার টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আগুনে স্পেল করে রোহিত-রাহুল-কোহলির উইকেট নিয়েছিলেন শাহিন। বাঁ হাতি পেসার হওয়ায় নতুন বলে ভিতরের দিকে যে সুইং করান আফ্রিদি তা বিশ্বের যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। তবে আফ্রিদিকে সম্মান করলেও অতিরিক্ত সমীহ করার কোনও প্রয়োজন নেই। বলের মেরিট অনুযায়ী খেলা উচিৎ। কিন্তু শুধু শাহিন আফ্রিদি নয়, নাসিম শাহ, হ্যারিস রউফরা রয়েছে। যারা সকলেই ১৪০ প্লাস গতিতে বল করতে সক্ষম। তারাও ফ্যাক্টর হতে পারে। পাকিস্তান বোলিং লাইনআপ ভারতের থেকে এগিয়ে।
advertisement
প্রশ্ন- ভারতীয় দলের প্রধান ম্যাচ উইনার কে হতে পারে?
উত্তর- ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হতে পারেন হার্দিক পান্ডিয়া। আইপিএল থেকে যে ফর্মে রয়েছে হার্দিক তা অনবদ্য। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও নিজের সেরাটা দিচ্ছেন হার্দিক। ১৪০ কিমির উপরে গতিতে বল করছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একা চার উইকেট নিয়ে জিতিয়েছে। ব্যাটিংয়ে কতটা বিধ্বংসী হার্দিক তা নতুন করে বলার কিছু নেই। পাশাপাশি সূর্যকুমার যাদবও গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে।
advertisement
প্রশ্ন- বড় ম্যাচে মেলবোর্নের উইকেট কেমন হতে পারে?
উত্তর- মেলবোর্নের উইকেট টি-২০ ক্রিকেটের ক্ষেত্রে সবসময় ব্যাটিং সহায়ক হয়। তবে বষ্টির সম্ভাবনা থাকায়, আকাশ মেঘলা থাকলে পেসাররাও কিছুটা সাহায্য পাবে। মাঠ বড় হওয়ায় স্পিনারদের হিট করাটাও একটু সমস্যার হতে পারে। তবে ভারতীয় দলে বিগ হিট করার মত ব্যাটার বেশি।
advertisement
প্রশ্ন- মহম্মদ শামি ভারত-পাক ম্যাচে কতটা ফ্যাক্টর হতে পারে?
উত্তর- জসপ্রীত বুমরার না থাকাটা ভারতীয় দলের পক্ষে বড় ধাক্কা। তবে মহম্মদ শামির দলে ফেরা ভারতীয় দলের শক্তি অনেকটা বাড়িয়েছে। অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা ও শামির গতি-সুইং টিম ইন্ডিয়াকে ভরসা জোগাবে।
প্রশ্ন- মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কম ওভারে খেলা হলে কী রণনীতি হতে পারে ভারতের?
advertisement
উত্তর- বৃষ্টির উপর কারও হাত নেই। তবে বৃষ্টির কারণে যদি খেলা কম ওভারে হয়, তাহলে প্ল্যান বি-তে যেতে হবে টিম ইন্ডিয়াকে। সেক্ষেত্রে একজন অতিরিক্ত ব্যাটার নিয়ে নামতে পারে ভারত। প্রথম একাদশে জায়গা হতে পারে ঋষভ পন্থের।
বাংলা খবর/ খবর/খেলা/
EXCLUSIVE: ভারত-পাক ম্যাচের এগিয়ে কে, কতটা বিপদজনক শাহিন আফ্রিদি, সাক্ষাৎকার ঝুলন গোস্বামীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement