Home /News /sports /
কোচ বিতর্কে নতুন ইন্ধন, কোহলিদের কোচ হিসেবে আবেদন রবি শাস্ত্রীর

কোচ বিতর্কে নতুন ইন্ধন, কোহলিদের কোচ হিসেবে আবেদন রবি শাস্ত্রীর

বোর্ডের নতুন করে আবেদন করার মেয়াদ বাড়ানো সেটাই যেন শাপে বর হল শাস্ত্রীর ৷

 • Share this:

  #মুম্বই: অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছে কি তাহলে বাস্তবায়িত হতে চলেছে ? টিম ইন্ডিয়ার কোচ হিসেবে আবেদন করলেন কোহলিদের প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী।

  শাস্ত্রীর কোচিংয়ে ভারতের পারফরম্যান্স মন্দ নয়। ২০১৫-র বিশ্বকাপ সেমি ফাইনাল। ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়। ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩-০ ফলে টেস্ট সিরিজ। এশিয়া কাপ। কুম্বলেকে যখন কোহলিদের হেডস্যার হিসেবে বেছে নেওয়া হয়, তখনও আবেদন করেছিলেন শাস্ত্রী। কিন্তু সচিন-সৌরভ-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি জাম্বোর দিকেই ঝুঁকে ছিলেন।

  চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই কোচ বিতর্ক। কুম্বলের পদত্যাগ। বোর্ডের নতুন করে আবেদন করার মেয়াদ বাড়ানো সেটাই যেন শাপে বর হল শাস্ত্রীর ৷

  First published:

  Tags: BCCI, Cricket, Indian Team Coach, Ravi Shastri, রবি শাস্ত্রী

  পরবর্তী খবর