পেশাদার কোচদের আবেগের পরিসরটা ছোট, চাকরিটাই যে ক্ষণস্থায়ী !

Last Updated:

পেশাদার কোচেদের জীবনে বর্তমান-প্রাক্তনের টানাপোড়েন থাকতে নেই। তবু ফুটবলের বড় আসরে অনেক সময় দেখাটা অবশ্যম্ভাবী হয়েই যায়।

#প্যারিস: পেশাদার কোচেদের জীবনে বর্তমান-প্রাক্তনের টানাপোড়েন থাকতে নেই। তবু ফুটবলের বড় আসরে অনেক সময় দেখাটা অবশ্যম্ভাবী হয়েই যায়। এসে যায় প্রাক্তনের অদৃশ্য ছায়া। এবার সেই স্টেশনের নাম ইউরো।
তারপর একদিন কোনও অচেনা স্টেশনে বর্তমানের সঙ্গে দেখা হয়ে যায় প্রাক্তনের। না। কোনও উপন্যাসের লাইন বা সিনেমার সংলাপ নয়। এবারের ইউরোয় এটাই যেন রক্তমাংসের বাস্তব। রয় হজসনের কথাই ধরা যাক। ইউরোর হাই-প্রোফাইল কোচেদের ফিরিস্তিতে খুব ওপরের দিকেই আছেন ৬৭ বছরের হজসন। ইংলিশ এফএ-র হায়েস্ট পেড কোচ। রুনিদের বর্তমান হেড স্যারের বায়োডেটায় প্রাক্তন দল হিসেবে আজও জ্বলজ্বল করে সুইজারল্যান্ডের নামটা। পেশাদার কোচেদের জীবনে আবেগের পরিসরটা বেশ ছোট। কারণ, চাকরিটাই এত ক্ষণস্থায়ী।
advertisement
476676-roy-hodgson-3
advertisement
বর্তমান-প্রাক্তনের এই টানাপোড়েনে উঠে আসবে লার্স ল্যাগারব্যাকের নামটাও। হজসনের থেকে এক বছরের ছোট ল্যাগারব্যাক আগাগোড়াই মাভেরিক। যাযাবর কোচিং জীবনে দীর্ঘ এক যুগ সুইডেনের দায়িত্ব সামলেছেন। ২০০০, ২০০৪, ২০০৮-এ ইউরোয় ইব্রাহিমোভিচদের কোচ অবশ্য জন্মসূত্রে সুইডিশ হলেও এখন আইসল্যান্ডের দায়িত্বে। নক-আউটে সুইডেন-আইসল্যান্ড দেখা হলে স্ক্যান্ডিনেভিয়ার ডার্বি হয়তো ল্যাগারব্যাকের মনেও টেনে আনবে বর্তমান-প্রাক্তনের নস্ট্যালজিয়া।
advertisement
তবে এদিক থেকে ভাগ্যবান পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস আর রোমানিয়ার অ‍্যাঞ্জেল ইয়রদানেস্কু। দু’জনেই একটা সময় গ্রিসকে কোচিং করিয়েছেন। তবে অটো রেহেগালের ইউরো-সেরা গ্রিকরা এবার মূলপর্বের টিকিটই পায়নি। তাই সেদিক থেকে স্নানের ঘরে বাস্পে ভাসতে হবে না ইয়রদানেস্কু-সান্টোসদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পেশাদার কোচদের আবেগের পরিসরটা ছোট, চাকরিটাই যে ক্ষণস্থায়ী !
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement