#প্যারিস: ব্যাটেল অব ব্রিটেন। প্রতিপক্ষ ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। আইরিশদের বিরুদ্ধে মাঠে নামার আগে বেলের হুঙ্কার, এই ইউরোয় ওয়েলস ম্যাজিক অব্যাহত থাকবে।
প্রথমবার হয়নি। কিন্তু দ্বিতীয়বার হাতছাড়া করলে চলবে না। ব্যাটেল অব ব্রিটেনে মাঠে নামার আগে গ্যারেথ বেলদের বার্তা কোচ ক্রিস কোলম্যানের।
এবারই প্রথমবার ইউরো খেলতে এসেছে ওয়েলস। আর সবাইকে চমকে দিয়েছে তারা।
ইংল্যান্ডকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন। ছবিটা প্রায় একরকম উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। কারণ ইউরোর অভিষেকেই শেষ ষোলোয় উঠে চমকে দিয়েছেন তারা। জার্মানি, পোল্যান্ডের সঙ্গে সেরা তৃতীয় দলের তকমা নিয়ে নক-আউটে মাইকেল ও’নিলের দল। তাই শনিবার ফরাসি দেশে ব্যাটল অব ব্রিটেন জমজমাট হবে, তা বলাই বাহুল্য।
উত্তর আয়ারল্যান্ড শিবির থেকে যা ইঙ্গিত, তাতে দলের প্রথম এগারোয় কোনও পরিবর্তন নেই। অন্যদিকে ভোকস বা রবসন কানুকে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরুতে চান কোলম্যান। এগিয়ে থেকেও প্রথম যুদ্ধে ইংল্যান্ডের কাছে হেরেছিল ওয়েলস। এবার আর না। তাই মাঠে নামার আগে বেলের হুঙ্কার, বাজি জিতবেন তাঁরাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Euro 2016, Euro cup, Euro Cup 2016, Gareth Bale, Northern Ireland, Wales, ইউরো কাপ