ইতিহাস তৈরি হবে দাবি গ্যারেথ বেলের

Last Updated:

তাঁর কাধে ভর করেই নক-আউটে উঠবে ওয়েলস। রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দাবি গ্যারেথ বেলের।

#প্যারিস:  তাঁর কাধে ভর করেই নক-আউটে উঠবে ওয়েলস। রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দাবি গ্যারেথ বেলের। তিন পয়েন্ট নিয়ে টেবলের দ্বিতীয় ওয়েলস। উল্টোদিকে ইংল্যান্ডকে রুখে দেওয়া ছাড়া এই ইউরোতে বেশ সাদামাটা রাশিয়া।
‘বুলেট বেল’। ইউরোর গত দুটি ম্যাচের পর এই নামেই গ্যারেথকে ডাকছে বিশ্ব ফুটবল। তবুও রাশিয়া ম্যাচের আগে মন খারাপ রিয়াল তারকার। কারণ, ইংল্যান্ডকে বাগে পেয়েও হারানো যায়নি। তবে আশা করছেন রাশিয়া বধ করেই নিশ্চিত করবেন প্রি-কোয়ার্টারের জায়গা।
মঙ্গলবার গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে খেলবে ওয়েলস। পরিস্থিতি যা, তাতে জিতলে ভাল আবার ড্র করলেও তৃতীয় দল হিসেবে নক-আউটে ওঠার একটা সম্ভাবনা থাকবে ওয়েলসের।
advertisement
advertisement
নিয়ম বলছে, তৃতীয় দল হিসেবে নক-আউটে যেতে হলে কমপক্ষে চার পয়েন্ট থাকতেই হবে। সেই জায়গায় দু’ম্যাচে তিন পয়েন্ট ওয়েলসের। কিক-অফের আগেই বেলের দাবি, তাঁর গোলেই ওয়েলস ইতিহাস গড়বে। তবে খারাপ লাগছে এই ইউরোতে রাশিয়ার দশা দেখে। দাপট যা সবই মাঠের বাইরে। একটা ইংল্যান্ড ম্যাচ ছাড়া বলার মতো কিছু নেই। তাই বলাই বাহুল্য গ্রুপের শেষ ম্যাচে অ্যাডভান্টেজ ওয়েলস।
বাংলা খবর/ খবর/খেলা/
ইতিহাস তৈরি হবে দাবি গ্যারেথ বেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement