রোমানিয়াকে হারিয়ে ইউরোয় ইতিহাস আলবেনিয়ার
Last Updated:
রোমানিয়া: ০ আলবেনিয়া: ১
রোমানিয়া: ০
আলবেনিয়া: ১
#প্যারিস: ইউরোয় নতুন ইতিহাস গড়তে সফল আলবেনিয়া। রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের জাত চেনালো পূর্ব ইউরোপের এই দেশ। ম্যাচের নায়ক আর্মান্দো সাদিকু।
advertisement
কসভো থেকে ট্রিঙ্কা। ফ্যান জোনে হাজির গোটা আলবেনিয়া। সাধারণ এই মুখ গুলি তখনও বিশ্বাস করতে পারছিল না বাস্তবটা। আসলে ইউরোয় খেলছে তাঁদের দেশ, এই ঘোরই এখনও কাটিয়ে উঠতে পারেনি পূর্ব ইউরোপে যুদ্ধে ক্ষত এই দেশটা। তাই সাদিকুর গোলের পর, শুধু দেশজুড়ে আনন্দধারা।
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে আলবেনিয়ার হারানোর কিছু ছিল না। আর সেটাই ছিল ইউএসপি। যাই হোক আপাতত তিন পয়েন্ট নিয়ে নক-আউটে যাওয়ার একটা হালকা আশা রইল আলবেনিয়ার সামনে। সেই সব পরে। এখন শুধুই উৎসব। কারণ, এ তো ইতিহাস!
রোমানিয়া (৪-২-৩-১)- তাতারুসানু, সাপুনারু, গ্রিগর, চিরিচেস, মাতেল, প্রেপেলিতা, হোবান, পোপা, স্ট্যানচিউ, স্ট্যানচু, আলিবেক
advertisement
আলবেনিয়া (৪-৩-৩) বেরিশা, হাইসাজ, আজেতি মাভরাজ, আগোলি, বাশা, লীলা, আব্রাশি, মেমুসাজ, সেনজানি, সাদিকু
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2016 7:37 PM IST