ফাইনালে প্রতি আক্রমণই হাতিয়ার দেশঁর দলের
Last Updated:
অধিনায়ক হিসেবে দেশকে ইউরো দিয়েছেন। এবার কোচ হিসেবে ফ্রান্সকে ইউরো উপহার দিতে চান দিদিয়ের দেশঁ।
#প্যারিস: অধিনায়ক হিসেবে দেশকে ইউরো দিয়েছেন। এবার কোচ হিসেবে ফ্রান্সকে ইউরো উপহার দিতে চান দিদিয়ের দেশঁ। সেরাটা দিতে পারলেই কাপ আসবে। পর্তুগালের বিরুদ্ধে ফাইনালের আগে দলকে বার্তা ফরাসি কোচের।
১৯৮৪-র পর ২০১৬। মিশেল প্লাতিনির পর হুগো লরিস। ৩২ বছর পর এক নতুন ইতিহাসের সামনে ফ্রান্স। পরিসংখ্যান বলছে, ১৯৮৪-র পর কোনও দেশই ঘরের মাঠে ইউরো জিততে পারেনি। একমাত্র ১৯৯৮ সালে ব্রাজিলকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের নজির রয়েছে লে ব্লুজের। ষোলো বছর আগে জিদানের ইউরো অধিনায়ক হিসেবে জিতেছিলেন দিদিয়ের দেশঁ। ষোলো বছর পর গ্রিজম্যানের ইউরো কোচ হিসেবে জিততে চান দেশঁ। অপরাজিত, এই তকমা গায়ে নিয়েই রবিবার স্তাদ দা ফ্রান্সে পর্তুগালের বিরুদ্ধে নামবে লে ব্লুজ-রা।
advertisement
এই ম্যাচের আগে পর্তুগালের বিরুদ্ধে ২৪ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স। এরমধ্যে জয় ১৮টি ম্যাচে। হেরেছে পাঁচটি ম্যাচ। ড্র মাত্র একটি ম্যাচে। পাশাপাশি ফাইনাল খেলার আগে টানা দশটি ম্যাচ অপরাজিত জিরু, গ্রিজম্যানরা। এর মধ্যে ২০১৪ এবং ২০১৫ সালে পর্তুগালের বিরুদ্ধে জিতেছে ফ্রান্স।
advertisement
ফাইনালে তাই সেরাটা চাই। মেগা যুদ্ধের প্রস্তুতি শুরুর আগে গোটা দলের থেকে এখন এটাই চাইছেন দেশঁ। চাইছেন আরও বেশি গোল করতে। ফরাসি দলের ইঙ্গিত, জার্মান বধ পালায় ফের ফাইনালে দেখনো হবে। অর্থাৎ, রোনাল্ডোদের আক্রমণ সামলে পাল্টা পর্তুগিজ দুর্গে আঘাত হানা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2016 5:33 PM IST