#প্যারিস: অধিনায়ক হিসেবে দেশকে ইউরো দিয়েছেন। এবার কোচ হিসেবে ফ্রান্সকে ইউরো উপহার দিতে চান দিদিয়ের দেশঁ। সেরাটা দিতে পারলেই কাপ আসবে। পর্তুগালের বিরুদ্ধে ফাইনালের আগে দলকে বার্তা ফরাসি কোচের।
১৯৮৪-র পর ২০১৬। মিশেল প্লাতিনির পর হুগো লরিস। ৩২ বছর পর এক নতুন ইতিহাসের সামনে ফ্রান্স। পরিসংখ্যান বলছে, ১৯৮৪-র পর কোনও দেশই ঘরের মাঠে ইউরো জিততে পারেনি। একমাত্র ১৯৯৮ সালে ব্রাজিলকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের নজির রয়েছে লে ব্লুজের। ষোলো বছর আগে জিদানের ইউরো অধিনায়ক হিসেবে জিতেছিলেন দিদিয়ের দেশঁ। ষোলো বছর পর গ্রিজম্যানের ইউরো কোচ হিসেবে জিততে চান দেশঁ। অপরাজিত, এই তকমা গায়ে নিয়েই রবিবার স্তাদ দা ফ্রান্সে পর্তুগালের বিরুদ্ধে নামবে লে ব্লুজ-রা।
এই ম্যাচের আগে পর্তুগালের বিরুদ্ধে ২৪ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স। এরমধ্যে জয় ১৮টি ম্যাচে। হেরেছে পাঁচটি ম্যাচ। ড্র মাত্র একটি ম্যাচে। পাশাপাশি ফাইনাল খেলার আগে টানা দশটি ম্যাচ অপরাজিত জিরু, গ্রিজম্যানরা। এর মধ্যে ২০১৪ এবং ২০১৫ সালে পর্তুগালের বিরুদ্ধে জিতেছে ফ্রান্স।
ফাইনালে তাই সেরাটা চাই। মেগা যুদ্ধের প্রস্তুতি শুরুর আগে গোটা দলের থেকে এখন এটাই চাইছেন দেশঁ। চাইছেন আরও বেশি গোল করতে। ফরাসি দলের ইঙ্গিত, জার্মান বধ পালায় ফের ফাইনালে দেখনো হবে। অর্থাৎ, রোনাল্ডোদের আক্রমণ সামলে পাল্টা পর্তুগিজ দুর্গে আঘাত হানা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Didier Deschamps, Euro 2016, Euro 2016 Final, Euro cup, Euro Cup 2016, France, Portugal, Preview, ইউরো কাপ, পর্তুগাল, ফ্রান্স