ইতিহাস সৃষ্টির আনন্দে উৎসব কার্ডিফে !

Last Updated:

ফিফার ক্রমতালিকায় ১১৭ থেকে ইউরোর সেমিফাইনাল। মাত্র পাঁচ বছরে বিশ্ব ফুটবলে এই উড়ান ওয়েলসের।

#কার্ডিফ:  তাঁরা সেমিফাইনালে। হায় ঈশ্বর ! যেন বিশ্বাসই হচ্ছে না। ইউরোয় ইতিহাস তৈরির পর প্রতিক্রিয়া কলকাতার ভাগ্নে নীল টেলরের। আর এই ওয়েলসের আসল সেনাপতি ক্রিস কোলম্যানের দাবি, এই জয়টা গোটা দলের।
ফিফার ক্রমতালিকায় ১১৭ থেকে ইউরোর সেমিফাইনাল। মাত্র পাঁচ বছরে বিশ্ব ফুটবলে এই উড়ান ওয়েলসের। বেলজিয়ামের ‘বেল’ বাজিয়ে গ্যারেথ বেলরা যখন মাঠ ছাড়ছেন, তখন কার্ডিফ ভেসে যাচ্ছে ইতিহাস তৈরি উচ্ছ্বাসে। কোয়ার্টার ফাইনাল জয়ের বেশ কয়েক ঘণ্টা পরেও ঘোরের মধ্যে রয়েছেন ক্রিস কোলম্যানের গোটা দল।
_90197170_fans_geraintthomas
advertisement
advertisement
৫৮ বছর আগে ঠিক কী হয়েছিল, তা হয় দাদু-বাবাদের থেকে জেনেছিলেন গ্যারেথ বেলরা। ফরাসি শহর লিলেতে ৫৮ বছর পর তাঁরা যা করলেন, তাকে কুর্নিশ করছে ফুটবল বিশ্ব। মাত্র পাঁচ বছরে কী ভাবে সম্ভব হল এই উড়ানের ? ক্রিস কোলম্যানের সহজ উত্তর, এই জয় দলগত সাফল্য। নিঃসন্দেহে। তারকা নয়, সবাই সমান। এখনও পর্যন্ত এই ইউরোয় এই ইউএসপি নিয়ে মাঠে নামছেন ‘রেড ড্রাগন’রা। আর তাতেই শেষ প্রতিপক্ষ। তাই সেমিফাইনালে উঠেও বিশ্বাস করতে পারছেন না কলকাতার ভাগ্নে নীল টেলর। ফেসবুক টেলরের পোস্ট, ‘ ঈশ্বর বিশ্বাসই হচ্ছে না যে ওয়েলস সেমিফাইনালে। সামনে কয়েকদিন বিশ্রাম। তারপর রোনাল্ডো বনাম গ্যারেথ বেল। মঞ্চ তৈরি আছে। তাল ঠুকছে ফুটবল দুনিয়া। রিয়াল বনাম রিয়ালের লড়াই দেখার জন্য। ’
বাংলা খবর/ খবর/খেলা/
ইতিহাস সৃষ্টির আনন্দে উৎসব কার্ডিফে !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement