বিবাহিত খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক বিশ্বসুন্দরীর! ৭ বছরের বিয়ে ভাঙে, লুকিয়ে চলছিল প্রেম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mahesh Bhupathi-Lara Dutta love story: জানা যায়, বিবাহিত থাকাকালীনই মহেশ ভূপতি সুন্দরী লারা দত্তর প্রেমে পড়েন। এই দুই সেলিব্রিটি প্রায় ১৩ বছর ধরে বিবাহিত। তাঁদের একটি মেয়ে রয়েছে। তাঁর নাম সায়রা। ৪৯ বছর বয়সী মহেশ এবং ৪৫ বছর বয়সী লারা নিজ নিজ ক্ষেত্রে বড় ব্যক্তিত্ব।
কলকাতা: একজন মিস ইউনিভার্স, আরেকজন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ভারতের এই ‘ডাবলস জুটি’ স্পেশাল। মিস ইউনিভার্স খেতাব জেতা লারা দত্তকে কে না চেনে!
টেনিস তারকা মহেশ ভূপতি ২০১১ সালে লারা দত্তকে বিয়ে করেন। মহেশ ভূপতি ২০০২ সালে মডেল শ্বেতা জয়শঙ্করকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে মাত্র সাত বছর টিকেছিল।
জানা যায়, বিবাহিত থাকাকালীনই মহেশ ভূপতি সুন্দরী লারা দত্তর প্রেমে পড়েন। এই দুই সেলিব্রিটি প্রায় ১৩ বছর ধরে বিবাহিত। তাঁদের একটি মেয়ে রয়েছে। তাঁর নাম সায়রা। ৪৯ বছর বয়সী মহেশ এবং ৪৫ বছর বয়সী লারা নিজ নিজ ক্ষেত্রে বড় ব্যক্তিত্ব।
advertisement
advertisement
আরও পড়ুন- শাহরুখের বেগুনি টি-শার্ট ‘হিট’! দাম কত জানেন? ৫ বছরের পুজোর শপিং হয়ে যাবে
ভারতীয় টেনিসের উজ্জ্বল নক্ষত্র মহেশ ভূপতি সাতটি গ্র্যান্ড স্লাম জিতে দেশকে গর্বিত করেছেন। লিয়েন্ডার পেজের সাথে তাঁর জুটি বহু বছর ধরে টেনিস ডাবলস বিভাগে সাফল্যের সমার্থক হিসেবে বিবেচিত হয়েছিল। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ নামে পরিচিত এই জুটি অনেক টেনিস শিরোপা জিতেছে।
advertisement
মিস ইউনিভার্স খেতাব জেতার পর লারা দত্ত বলিউডে পাড়ি জমান। লারা এবং মহেশের প্রেমের গল্প খুবই মজার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহেশ ২০০০ সালে লারাকে প্রথম দেখেছিলেন। আর প্রথম দেখাতেই লারা দত্তের প্রেমে পড়েন তিনি।
লারা দত্তের মতে, মহেশ তাঁকে পানীয় দেওয়ার সময় প্রথমবার দেখা করার জন্য বলেন। সেই প্রস্তাব শুনে লারা দত্ত অবাক হয়েছিলেন। জবাবে বলিউডের অভিনেত্রী বলেছিলেন, তিনি কফি পান করেন না। তাই কফি শপে দেখা করবেন না।
advertisement
আরও পড়ুন- কে এই সুন্দরী? মাঠে এলেই কেকেআর জেতে! শাহরুখের পাশে পাশে থাকেন সব সময়!
লারা যখন লন্ডনে ‘হাউসফুল’ ছবির শুটিং করছিলেন, মহেশও সেখানে উপস্থিত ছিলেন। মহেশ লারাকে দুবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মহেশ ইউএস ওপেনের সময় আমেরিকার একটি ইতালীয় রেস্তোরাঁয় লারাকে হাঁটু গেড়ে প্রস্তাব দেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 8:46 PM IST