কিউইদের উড়িয়ে দিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

Last Updated:

নিউজিল্যান্ড- ১৫৩/ ৮ ( ২০ ওভার) ইংল্যান্ড- ১৫৯/ ৩ ( ১৭. ১ ওভার) ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ইংল্যান্ডের

নিউজিল্যান্ড- ১৫৩/ ৮ ( ২০ ওভার)
ইংল্যান্ড- ১৫৯/ ৩ ( ১৭. ১ ওভার)
১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ইংল্যান্ডের
advertisement
#নয়াদিল্লি: কোটলায় বুধবারের লড়াই ছিল যে দুটি দলের মধ্যে ৷ শক্তির বিচারে তারা দু’জনেই প্রায় এক ৷ তাই মাঠের মধ্যে ব্যাটে-বলের সেয়ানে -সেয়ানে লড়াই হবে , এমনটাই আশা করেছিলেন প্রত্যেকে ৷ কিন্তু সেব্যাপারে দর্শকদের এদিন হতাশই করেছে টুর্নামেন্টে আগাগোড়া দুরন্ত খেলে আসা ব্ল্যাকক্যাপসরা ৷ ব্যাটিং-বোলিং সব বিভাগেই এদিন নিউজিল্যান্ডকে ছাপিয়ে গিয়েছেন ইয়ন মর্গ্যানরা ৷ মঙ্গলবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও ইংল্যান্ড অধিনায়ক বলেছিলেন ,  সেমিফাইনালে ম্যাচে আমরাই ফেভারিট ৷ সেটা কেন বলেছিলেন, এদিনের খেলাতেই তা স্পষ্ট ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ কোটলার ছোট মাঠ এবং পাটা উইকেটে শুরুতে ভালোই রান পাচ্ছিলেন মুনরোরা ৷ কিন্তু ইনিংসের শেষদিকে বেন স্টোকস দু’ ওভারে মাত্র ৬ রান দিয়ে বিপক্ষের ৩ উইকেট তুলে নেওয়ায় নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রানের বেশি করতে পারেনি কিউইরা ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুর থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার জেসন রয় (৭৮) এবং অ্যালেক্স হেলস (২০) ৷ প্রথম ৬ ওভারেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় কিউইদের ৷ এরপর ইশ সোধী এবং স্যান্টনার এসে ইংল্যান্ডের রান তোলার গতি কিছুটা আটকালেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি ব্রিটিশদের ৷ মাত্র ৪৪ বলে ৭৮ রান করেন জেসন রয় ৷ স্বভাবতই ম্যান অফ দ্য ম্যাচও তিনিই ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কিউইদের উড়িয়ে দিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement