কিউইদের উড়িয়ে দিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
Last Updated:
নিউজিল্যান্ড- ১৫৩/ ৮ ( ২০ ওভার) ইংল্যান্ড- ১৫৯/ ৩ ( ১৭. ১ ওভার) ১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ইংল্যান্ডের
নিউজিল্যান্ড- ১৫৩/ ৮ ( ২০ ওভার)
ইংল্যান্ড- ১৫৯/ ৩ ( ১৭. ১ ওভার)
১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ইংল্যান্ডের
advertisement
#নয়াদিল্লি: কোটলায় বুধবারের লড়াই ছিল যে দুটি দলের মধ্যে ৷ শক্তির বিচারে তারা দু’জনেই প্রায় এক ৷ তাই মাঠের মধ্যে ব্যাটে-বলের সেয়ানে -সেয়ানে লড়াই হবে , এমনটাই আশা করেছিলেন প্রত্যেকে ৷ কিন্তু সেব্যাপারে দর্শকদের এদিন হতাশই করেছে টুর্নামেন্টে আগাগোড়া দুরন্ত খেলে আসা ব্ল্যাকক্যাপসরা ৷ ব্যাটিং-বোলিং সব বিভাগেই এদিন নিউজিল্যান্ডকে ছাপিয়ে গিয়েছেন ইয়ন মর্গ্যানরা ৷ মঙ্গলবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও ইংল্যান্ড অধিনায়ক বলেছিলেন , সেমিফাইনালে ম্যাচে আমরাই ফেভারিট ৷ সেটা কেন বলেছিলেন, এদিনের খেলাতেই তা স্পষ্ট ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ কোটলার ছোট মাঠ এবং পাটা উইকেটে শুরুতে ভালোই রান পাচ্ছিলেন মুনরোরা ৷ কিন্তু ইনিংসের শেষদিকে বেন স্টোকস দু’ ওভারে মাত্র ৬ রান দিয়ে বিপক্ষের ৩ উইকেট তুলে নেওয়ায় নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রানের বেশি করতে পারেনি কিউইরা ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুর থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার জেসন রয় (৭৮) এবং অ্যালেক্স হেলস (২০) ৷ প্রথম ৬ ওভারেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় কিউইদের ৷ এরপর ইশ সোধী এবং স্যান্টনার এসে ইংল্যান্ডের রান তোলার গতি কিছুটা আটকালেও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি ব্রিটিশদের ৷ মাত্র ৪৪ বলে ৭৮ রান করেন জেসন রয় ৷ স্বভাবতই ম্যান অফ দ্য ম্যাচও তিনিই ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2016 10:41 PM IST