অবশেষে ২০১৬-র শাপমুক্তি, ৩ বছরে দেশকে জোড়া বিশ্বকাপ দিয়ে হুঙ্কার বেন স্টোকসের

Last Updated:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। মেগা ফাইনালে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে েদশকে আরও একটি বিশ্বকাপ উপহার এনে দিলেন স্টোকস।

#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ ২০১৬ খলনায়ক বানিয়েছিল বেন স্টোকসকে। ফাইনালে এক ওভারে ১৯ রান ডিফেন্ড করতে এসে কার্লোস ব্র্যাথওয়েট পরপর চারটি ছয় মেরেছিলেন স্টোকসকে। সেই সময় ভেবেছিলেন এই বেদনা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে তাকে। কিন্তু অদৃষ্ট যে ইংল্যান্ড তারকা অলরাউন্ডারের জন্য অন্য কিছু পরিকল্পনা রেখেছে তা তখন বুঝতেও পারেননি বেন স্টোকস।
২০১৬-র দুঃস্বপ্নের ফাইনালের পর ভেঙে পড়েননি বেন স্টোকস। দেখা ছাড়েননি বিশ্বজয় করার স্বপ্নও। করে গিয়েছেন কঠোর পরিশ্রম। তাই তো সময় ঘুরতে বেশি দেরি লাগল না। ২০১৯ সালে বেন স্টোকসের ব্যাটে ভর করেই একদিনের ক্রিকেট প্রথম বিশ্বকাপ জয় ইংল্যান্ডের। পুরো প্রতিযোগিতায় ব্যাটে-বলে দুরন্ত পারফর্মম্যান্স। তবে ২০১৬ তখনও ছিল স্টোকসের স্মরণে। সেই শাপমুক্তি ঘটল ২০২২ এসে। একদিনের ক্রিকেটের পর দেশকে টি-২০ বিশ্বকাপটাও উপহার দিলেন স্টোকস।
advertisement
advertisement
২০১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২৪১ রান তাড়া করতে নেমে কঠিন সময়ে ব্যাট করে ৮৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। ৫০ ওভারে স্কোর টাই হওয়ার পর সুপার ওভারেও স্কোর টাই হয়। সুপার ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্টোকস। শেষে ম্যাচে সবথেকে বেশি বাউন্ডারি মাপার নিরিখে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। স্টোকস না থাকলে হয়তো সেদিনও বিশ্বকাপটা অধরা থেকে যেত ইয়ন মর্গ্যান অ্যান্ড কোং-এর।
advertisement
এরপর ২০২২ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও পরিস্থিতি সেই একই। ১৩৮ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে খেলার রাশ ধরেন সেই স্টোকস। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। শেষেরদিকে প্রয়োজনের সময় মারকাটারি শটও খেলেন। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড। ৫২ রানে অপরাজিত থাকেন স্টোকস। ২০১৬-র অধরা ট্রফি ২০২২ ঠোঁটে লাগালেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার। বড় মঞ্চের যে তিনিই নায়ক তা প্রমাণ করলেন বেন স্টোকস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অবশেষে ২০১৬-র শাপমুক্তি, ৩ বছরে দেশকে জোড়া বিশ্বকাপ দিয়ে হুঙ্কার বেন স্টোকসের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement