Covid 19 hits Cricket Team: করোনার থাবা ইংল্যান্ড ক্রিকেট দলে, অ্যাসেজ চলাকালীন আক্রান্ত ৪

Last Updated:

Covid 19 hits Cricket Team: ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷

england camp rocked by 4 covid cases at melbourne ashes test- Photo AP
england camp rocked by 4 covid cases at melbourne ashes test- Photo AP
#মেলবোর্ন:  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia vs England) মধ্যে অ্যাশেজ সিরিজ   (Ashes Series)  তৃতীয় টেস্ট খেলা চলছে৷  দ্বিতীয় দিনে -র খো আধঘণ্টা দেরিতে শুরু হয়েছে৷ ম্যাচ শুরু হওয়ার পর ইংল্যান্ড দলের চার সদস্য করোনা পজিটিভ  (Covid-19)  হয়েছে৷  এতে দুজন স্পোর্টস স্টাফ এবং দুই ক্রিকেটারের বাড়ির৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও নাম আসেনি যাঁরা কোভিড পজিটিভ হয়েছেন৷ ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে প্রথম একাদশের সমস্ত ক্রিকেটার করোনা  (Covid-19)  নেগেটিভ হওয়ার পরেই মাঠে নামেন৷ করোনা সংক্রমণ শুধু ইংল্যান্ড শিবিরেই হয়নি বরং খেলা সম্প্রচারকারী চ্যানেলের এক কর্মীও পজিটিভ হয়েছেন৷
অস্ট্রেলিয়াতে এই  সময়তে করোনা (Covid-19)  আক্রান্তের সংখ্যা প্রবল বাড়ছে৷ এরই জেরে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-র (Australia vs England)  অ্যাসেজ সিরিজে  (Ashes Series) পঞ্চম ও অন্তিম টেস্টের ভ্যেনু পরিবর্তন করতে হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (Australia vs England)  পঞ্চম টেস্ট খেলা হবে ১৪ জানুয়ারি থেকে৷ এটা ডে অ্যান্ড নাইট টেস্ট ম্যাচ হবে৷ প্রথমে এই টেস্ট ম্যাচ পারথে হওয়ার কথা ছিল৷ কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের গতি বাড়ার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
পশ্চিম অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে কোয়ারেন্টাইন পিরিয়ড এবং সীমান্ত বন্ধ রাখার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনার কেস বাড়লেও এখনও অবধি অস্ট্রেলিয়ায় মাঠে এখন দর্শক ঢোকায় কোনও প্রতিবন্ধকতা জারি করা হয়নি৷ মেলবোর্নের মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখেছেন৷
advertisement
এদিকে ম্যাচের কথা অনুযায়ি দ্বিতীয় দিনের প্রথম সেশন ইংল্যান্ডের পক্ষে যায়৷ অস্ট্রেলিয়া দল প্রথম পর্বে ৭০ রান করে৷ তাদের ৩ উইকেট পরে৷ লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে ১৩১ রান করেন৷ প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে ৫৪ রান পিছনে রয়েছেন৷ দ্বিতীয় দিনে নাইট ওয়াচম্যান ন্যাথন লায়ন ১০, মার্নস লাবুসেন ১ ও স্টিভ স্মিথ ১৬ রান করে আউট হন৷ ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, আলি রোবিনসন এবং মার্ক উড এক এক উইকেট নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Covid 19 hits Cricket Team: করোনার থাবা ইংল্যান্ড ক্রিকেট দলে, অ্যাসেজ চলাকালীন আক্রান্ত ৪
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement