Covid 19 hits Cricket Team: করোনার থাবা ইংল্যান্ড ক্রিকেট দলে, অ্যাসেজ চলাকালীন আক্রান্ত ৪
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Covid 19 hits Cricket Team: ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷
#মেলবোর্ন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia vs England) মধ্যে অ্যাশেজ সিরিজ (Ashes Series) তৃতীয় টেস্ট খেলা চলছে৷ দ্বিতীয় দিনে -র খো আধঘণ্টা দেরিতে শুরু হয়েছে৷ ম্যাচ শুরু হওয়ার পর ইংল্যান্ড দলের চার সদস্য করোনা পজিটিভ (Covid-19) হয়েছে৷ এতে দুজন স্পোর্টস স্টাফ এবং দুই ক্রিকেটারের বাড়ির৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও নাম আসেনি যাঁরা কোভিড পজিটিভ হয়েছেন৷ ইংল্যান্ড দলে করোনা সংক্রমণ হওয়ার পর সমস্ত ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে প্রথম একাদশের সমস্ত ক্রিকেটার করোনা (Covid-19) নেগেটিভ হওয়ার পরেই মাঠে নামেন৷ করোনা সংক্রমণ শুধু ইংল্যান্ড শিবিরেই হয়নি বরং খেলা সম্প্রচারকারী চ্যানেলের এক কর্মীও পজিটিভ হয়েছেন৷
অস্ট্রেলিয়াতে এই সময়তে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা প্রবল বাড়ছে৷ এরই জেরে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া-র (Australia vs England) অ্যাসেজ সিরিজে (Ashes Series) পঞ্চম ও অন্তিম টেস্টের ভ্যেনু পরিবর্তন করতে হয়েছে৷ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (Australia vs England) পঞ্চম টেস্ট খেলা হবে ১৪ জানুয়ারি থেকে৷ এটা ডে অ্যান্ড নাইট টেস্ট ম্যাচ হবে৷ প্রথমে এই টেস্ট ম্যাচ পারথে হওয়ার কথা ছিল৷ কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের গতি বাড়ার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
পশ্চিম অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে কোয়ারেন্টাইন পিরিয়ড এবং সীমান্ত বন্ধ রাখার কারণে এই ভ্যেনু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনার কেস বাড়লেও এখনও অবধি অস্ট্রেলিয়ায় মাঠে এখন দর্শক ঢোকায় কোনও প্রতিবন্ধকতা জারি করা হয়নি৷ মেলবোর্নের মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখেছেন৷
advertisement
এদিকে ম্যাচের কথা অনুযায়ি দ্বিতীয় দিনের প্রথম সেশন ইংল্যান্ডের পক্ষে যায়৷ অস্ট্রেলিয়া দল প্রথম পর্বে ৭০ রান করে৷ তাদের ৩ উইকেট পরে৷ লাঞ্চ ব্রেকে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে ১৩১ রান করেন৷ প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে ৫৪ রান পিছনে রয়েছেন৷ দ্বিতীয় দিনে নাইট ওয়াচম্যান ন্যাথন লায়ন ১০, মার্নস লাবুসেন ১ ও স্টিভ স্মিথ ১৬ রান করে আউট হন৷ ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, আলি রোবিনসন এবং মার্ক উড এক এক উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2021 2:17 PM IST