• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সুন্দরী সানিতে মজে ভক্তরা, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড়

সুন্দরী সানিতে মজে ভক্তরা, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড়

Photo Collected

Photo Collected

 • Share this:

  #মুম্বই: বলিউডে নিজের পায়ের তলার মাঠি শক্ত করেছেন সানি লিওনি ৷ ধীরে ধীরে তিনি পরিচিতি পেয়েছেন অভিনেত্রী হিসেবে ৷ তবে এখনও সানিকে নিয়ে আলোচনায় উঠে আসে তাঁর অতীত ৷ দীর্ঘদিন পর্নগ্রাফি ছবিতে কাজ করেছেন তিনি ৷ তাই তাঁকে অ্যাডাল্ট স্টারের তকমাই দেওয়া হয় ৷ তবে এতে একটুও ক্ষুণ্ণ হন না সানি ৷ অতীত নিয়ে যে তিনি লজ্জিত নন, সেটা সর্বত্রই বলেন সানি ৷ এমনকি তাঁকে নিয়ে তৈরি হওয়া একটি ওয়েব সিরিজেও সেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ এই মুহূর্তে বলিউড সুন্দরীর তালিকায় যে সানি অনেকেই টেক্কা দেবেন সেটা হলফ করে বলা যায় ৷ ২০ ঘণ্টা আগে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি সেটাই স্পষ্ট করেছে ৷ এই কয়েক ঘণ্টায় ১০ লক্ষ লাইক পড়েছে তাঁর ছবিতে ৷ তিনি যে এই মুহূর্তে কতটা জনপ্রিয় সেই বিষয়টি উঠে এসেছে এই ছবিতে ৷

  আরও পড়ুন রণবীরের সন্তানদের সঙ্গে খেলতে চাই, মুখ খুললেন ঋষি কাপুর

  কিছুদিনের মধ্যেই মাদাম তুসোয় মোমের মূর্তি তৈরি হবে ৷ তা নিয়ে দারুণ উত্তেজিত সানি লিওনি ৷ সঙ্গে এখন তাঁর তিনি সন্তানকে নিয়েও তিনি ব্যস্ত ৷

  First published: