'বাজপাখি'র চোখে জল, জানালেন, পেনাল্টির সময় কী ভাবছিলেন!

Last Updated:

Emililano Martinez: পেনাল্টি শুট আউটের সময় কী ভাবছিলেন আর্জেন্টিনার গোলকিপার! শুনে নিন।

#দোহা: বিশ্বকাপে তাঁর মতো ধারাবাহিক পেনাল্টি সেভার আর হয়তো কেউ নেই। পেনাল্টিতে ম্যাচ গড়িয়েছে মানেই তিনি শট সেভ করবেন! এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ফাইনালেও সেটাই হল।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখন তাঁর দেশের মানুষের কাছে হিরো। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে জিতিয়েছিলেন। এবার বিশ্বকাপ ফাইনালেও সেই তিনিই মাথা ঠান্ডা রেখে দলকে জেতালেন। এস্টন ভিলার এই গোলকিপারকে সবাই বাজপাখি বলে ডাকছেন।
আরও পড়ুন- Lionel Messi wins World Cup: মসিহা মেসি! কাঁপিয়ে দিলেন, সারা বিশ্ব এখন পদানত, রইল বিশ্বকাপ জয়ের ফটো
বিশ্বকাপের ফাইনালে একটি সেভ। মার্টিনেজ বলে গেলেন, ‘আমি পেনাল্টির সময় মাথা ঠান্ডা রেখেছিলাম। ওরা ম্যাচে ৩টি শটে গোল করেছে। কিন্তু তারপরেও আমি নিজেকে ঠান্ডা রেখেছিলাম। জানতাম, শান্ত থাকতে পারলে ঠিক সেভ দিয়ে দেব।
advertisement
advertisement
ম্যাচ শেষে মার্টিনেজ বলে গেলেন, 'আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। অনেক কম বয়সে ইংল্যান্ডে চলে যাই। এই জয় পরিবারকে উৎসর্গ করতে চাই। পুরো পেনাল্টি শুটআউটে আমি শান্ত থাকার চেষ্টা করেছি। এটাই আমার স্ট্র্যাটেজি ছিল।' উল্লেখ্য, ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্টিনা জিতেছে ৪-২ গোলে।
বাংলা খবর/ খবর/খেলা/
'বাজপাখি'র চোখে জল, জানালেন, পেনাল্টির সময় কী ভাবছিলেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement