Emi Martinez: বিশ্বসেরা মার্টিনেজের মুখে মোহনবাগানের ভারত সেরা হওয়ার কথা! ভাইরাল ভিডিও দেখুন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লন্ডন: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের মুখে মোহনবাগান ক্লাবের প্রশংসা। শনিবার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি মোহনবাগান ক্লাবের ভারত সেরা হওয়া নিয়ে প্রশংসা করেছেন। এমি জানিয়েছেন এই ক্লাবের ইতিহাস সম্পর্কে তিনি শুনেছেন।
এখন অপেক্ষায় আছেন কলকাতায় আসার এবং সবুজ মেরুন ক্লাবে গিয়ে সময় কাটানোর। সবুজ মেরুন গ্যালারি, জিম এবং মাঠ ঘুরে দেখবেন তিনি। তারপর চলে যাবেন শ্রীভূমির দিয়েগো মারাদোনার মূর্তিতে মালা দিতে। তিনি যে কলকাতায় আসছেন, তা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার জানা গেল মোহনবাগানে আসতে চলেছেন লিওনেল মেসির এই সতীর্থ ফুটবলার।
advertisement
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, সদস্য-সমর্থকদের জানানো হচ্ছে, ৪ জুলাই বিকেলে ক্লাবে আসবেন ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এর আগে মোহনবাগান তাঁবুতে দেখা গিয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। এসেছেন পেলেও। ব্রাজিলিয়ান কিংবদন্তি আবার মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচও খেলেছেন ইডেন গার্ডেন্সে।
advertisement
Thank you, @emimartinezz1 for your lovely words. We are eager to welcome you to Our 𝐌𝐨𝐭𝐡𝐞𝐫 𝐂𝐥𝐮𝐛 on 4th July 2023 & Thank you Satadru Dutta for your initiative.#MohunBagan #Mariners #JoyMohunBagan #MB #MBAC #NationalClubofIndia #EmilianoMartinez pic.twitter.com/njrmejbPyP
— Mohun Bagan (@Mohun_Bagan) May 20, 2023
advertisement
এবার হাতের নাগালে আরও এক বিশ্বজয়ীকে দেখার সুযোগ পাচ্ছেন মোহনবাগান সদস্য-সমর্থকরা। শুধু তাই নয়, মোহনবাগান সচিব জানিয়ে দিয়েছেন, মার্টিনেজের এই সফর নিয়ে বিশেষ পরিকল্পনা থাকছে সবুজ-মেরুন ক্লাবের। তবে কী কী পরিকল্পনা করছেন মোহনবাগান কর্তারা তা যদিও এখনই জানাতে নারাজ তাঁরা।
তবে বিশ্বকাপ জয়ী মার্টিনেজ যখন নিজে ভিডিও করে মোহনবাগানের প্রশংসা করেছেন সেটা শতাব্দী প্রাচীন ক্লাবের কাছে বিরাট গর্বের ব্যাপার হিসেবেই থেকে যাবে। সমর্থকদের কাছে এটা বিশাল প্রাপ্তি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 1:59 PM IST