Messi Martinez: মেসিকে ইংল্যান্ডে আনতে নিজের বেতন কমাতেও রাজি মার্টিনেজ! আসবেন লিও?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লন্ডন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক তিনি। আর কয়েক মাস পর কলকাতায় আসবেন সেটাও জানা আছে। কিন্তু লিওনেল মেসিকে যেভাবে অপমান করা হচ্ছে প্যারিসে সেটা দেখে আর চুপ থাকতে পারেননি এমি মার্তিনেস। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আর্জেন্টিনার শেষ প্রহরী। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমণি মেসি হলেও আর এক নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। সেই মার্তিনেস এবার মেসিকে নিজের ক্লাবে নিয়ে আসার শপথ করলেন।
প্রয়োজনে নিজের বেতন কমিয়ে দেবেন তিনি। সংবাদমাধ্যমে মার্তিনেস বলেছেন, যদি পিএসজি সমর্থকরা লিয়োকে শিস দেয়, বিদ্রুপ করে তা হলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি ওর পছন্দের খাবার রান্না করব। সমর্থকদের বলব, লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে। দরকার পড়লে নিজের বেতনও কমিয়ে দেব। মার্তিনেস বলেছেন, বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হল কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
advertisement
Emiliano Martinez: Messi, Aston Villa’ya gelirse maaşımdan kesinti yaparım. pic.twitter.com/INOpbwam9U
— Fanatik (@fanatikcomtr) May 23, 2023
advertisement
বিশ্বকাপে এমনিতেই প্রচণ্ড চাপ থাকে। সেই পরিস্থিতিতে আরও বেশি চাপ নিলে সমস্যা হয়। কিন্তু এবার আমি স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম। মেসিকে নিতে ঝাঁপিয়েছে বেশ কয়েকটি ক্লাব। তালিকায় সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শুরু করে মেজর সকার লিগের ক্লাব মায়ামি রয়েছে।
advertisement
তবে মেসি ইংল্যান্ডে যাবেন এমন সম্ভাবনা সম্ভবত নেই। তাই মার্তিনেস স্বপ্ন দেখলেও মেসি অ্যাস্টন ভিলা ক্লাবে সই করবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। আর্জেন্টিনার ১০ নম্বর কোন ক্লাবে যাবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন ফুটবল মার্কেটে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 4:56 PM IST