East Bengal : সুযোগ নষ্টের খেসারত! নেভির বিরুদ্ধে ড্র দিয়ে ডুরান্ড শুরু ইস্টবেঙ্গলের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Emami East Bengal held on to a goal less draw with Indian Navy at Durand. সুযোগ নষ্টের খেসারত! নেভির বিরুদ্ধে ড্র দিয়ে ডুরান্ড শুরু ইস্টবেঙ্গলের
#কলকাতা: অবশেষে সোমবার মাঠে নামল ইমামি ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে। ভারতীয় নৌ সেনার দলের বিরুদ্ধে লাল হলুদ ব্রিগেড ফেভারিট ছিল তাতে অবাক হওয়ার কিছু নেই। যদিও এদিন প্রথম দলে কোনও বিদেশি ফুটবলার রাখেননি স্টিফেন কনস্ট্যানটাইন। উল্টে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে আঘাত পেয়ে উঠে গেলেন মহেশ সিং।
বদলি হিসেবে নামলেন তুহিন দাস। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ হলেও ভারতীয় নৌসেনার দলের আজ ছিল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। ফলে তাদের বিরুদ্ধে সহজে গোল পাওয়া যাবে না এটা আগের দিনই বলেছিলেন স্টিফেন। দলটার ফিটনেস এবং লড়াই করার মানসিকতা দারুন। বৃতো, পিন্টু মাহাতদের মত বড় দলের খেলা ফুটবলার দুজন ছিলেন নেভি দলে।
এছাড়াও আদর্শ, নবজোথ, হরে কৃষ্ণ, বিবেক থাপারা বেশ লড়াই করছিলেন। ইস্টবেঙ্গলের সূহের এবং অনিকেত যাদব প্রচুর ওয়ার্কলোড নিলেন। তবুও সেভাবে প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হয়নি। লিমা, সৌভিক, মহিতশকে দ্বিতীয়ার্ধে নিয়ে এলেন স্টিফেন। ৫৩ মিনিটে সুমিত পাসির শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে এল।
advertisement
advertisement
𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞! The game ends in a stalemate as Emami East Bengal share points with Indian Navy FT. Thanks for joining us...#EEB 0-0 #IN#EEBIN ⚔️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#IndianFootball ⚽ pic.twitter.com/x8v9yMnSEu
— Durand Cup (@thedurandcup) August 22, 2022
advertisement
কিন্তু নিজেদের প্রিয় দলের খেলা দেখতে আসা ইস্টবেঙ্গল সমর্থকরা গান গেয়ে দলকে মোটিভেট করতে থাকলেন। অপেক্ষা কখন গোল হবে। কিন্তু লাল হলুদের খেলায় সেভাবে বাঁধন লক্ষ্য করা যাচ্ছিল না। নেভি গায়ের জোরে ডিফেন্স শক্তিশালী রেখে লড়াই চালাচ্ছিল।
এর মধ্যেই ৭৫ মিনিটে গোল করার সহজ সুযোগ মিস করলেন সেই সুমিত। সামনে একা গোলরক্ষককে পেয়েও গায়ে মেরে বসলেন। তবে লাল হলুদ জার্সিতে প্রথম দিন মহম্মদ রকিপের খেলা চোখে লাগল। সহজ সুযোগ নষ্ট করলেন সুহের। লিমা নিজের পূর্ণ ফিটনেস ফিরে পাননি।
advertisement
তাকে দোষ দেওয়ার কিছু নেই কারণ সবেমাত্র ভারতে এসেছেন তিনি। আশা করা যায় এরপর অন্তত দুজন বিদেশি ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামলে এই দলের খেলা অনেক খুলে যাবে। তবে এটা বলতেও দ্বিধা নেই আজ দু তিনটে সুযোগের অন্তত একটি কাজে লাগাতে পারলেও পুরো তিনটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত ইমামি ইস্টবেঙ্গল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2022 8:03 PM IST