Eden Gardens: ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ

Last Updated:

আগামী বছর ২৫ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন কলকাতা পুলিশ ওই ম্যাচের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানানোয় ম্যাচের সূচি বদলানো হয়েছে।

ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল
ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল
কলকাতা: ইডেনে ভারতের ম্যাচের দিনক্ষণ বদল। আগামী বছর ২৫ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন কলকাতা পুলিশ ওই ম্যাচের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না বলে জানানোয় ম্যাচের সূচি বদলানো হয়েছে। ২৫ জানুয়ারির বদলে এই ম্যাচ হবে ২২ জানুয়ারি।
প্রথমে ঠিক ছিল চেন্নাইয়ে ২২ জানুয়ারি হবে প্রথম টি-২০। এবং ২৫ জানুয়ারি কলকাতার ইডেনে হবে দ্বিতীয় টি-২০। কিন্তু এবার নতুন সূচি অনুযায়ী, ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচ হবে ইডেনে আগামী বছর ২২ জানুয়ারি।
advertisement
advertisement
২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে চেন্নাইয়ে। অন্যদিকে ১৪ বছর বাদে ক্রিকেট ফিরছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৬ অক্টোবর হিমাচল প্রদেশের ধরমশালায় হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। তাই ৬ তারিখেই ম্যাচটি বিসিসিআই আয়োজন করবে গোয়ালিয়রে। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ২০১০ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Eden Gardens: ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement