ISL: চুরমার হল হ্যাটট্রিকের স্বপ্ন, দশ জনে খেলে ওড়িশার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের, রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মাঠে এবং মাঠের বাইরে বেশ কিছু ক্ষণ চিকিৎসা চলল তাঁর। মিনিট তিনেক পর কিছুটা জোর করেই যেন মাঠে নামলেন তালাল। তত ক্ষণে সাইডলাইনে নন্দকুমার ওয়ার্ম-আপ করা শুরু করে দিয়েছেন।
কলকাতা: অবশেষে থমকে গেল ইস্টবেঙ্গলের হ্যাটট্রিকের স্বপ্ন। ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে ২-১ গোলে হারতে হল লাল-হলুদকে। ফলে, টানা দুই ম্যাচ জিতলেও তিন নম্বর ম্যাচে হারতে হল অস্কার ব্রুজোর ছেলেদের।
এই ম্যাচে ইস্টবেঙ্গলের তুরুপের তাস ছিলেন মাদি তালাল। ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের প্রথম আক্রমণটা শুরু করেছিলেন তিনি। দিমিত্রিয়স দিয়ামানতাকোস, সাউল ক্রেসপোর মতো ফুটবলারের অনুপস্থিতিতে ইস্টবেঙ্গলের মূল চালিকাশক্তি হওয়ার কথা ছিল তাঁরই। কিন্তু, কে জানত মাঠে মাত্র দশ মিনিট স্থায়ী হবে তালালের আয়ু? ম্যাচের আয়ু তখন ১০ মিনিটও পেরোয় নি। তার মধ্যেই ম্যাচে তালালের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। পাঁচ মিনিটের মাথায় হুগো বুমোসের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পেলেন। মাঠে এবং মাঠের বাইরে বেশ কিছু ক্ষণ চিকিৎসা চলল তাঁর। মিনিট তিনেক পর কিছুটা জোর করেই যেন মাঠে নামলেন তালাল। তত ক্ষণে সাইডলাইনে নন্দকুমার ওয়ার্ম-আপ করা শুরু করে দিয়েছেন। মাঠে নেমেও প্রতিটা পদক্ষেপে খোঁড়াচ্ছিলেন তালাল। দশ মিনিট যেতে না যেতেই পড়ে গেলেন। স্ট্রেচারে করে মাঠ থেকে বার করতে হল তাঁকে। মাঠে তাঁর অনুপস্থিতি ম্যাচের শুরু থেকেই ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে।
advertisement
advertisement
তালালকে আঘাত করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা বুমোসকে মেরে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন জিকসন। তবে, রেফারি প্রথমার্ধে শেষের আগে তাঁকে যে ভাবে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখানো হল তা নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ রয়েছে। একটি বল পেয়ে চকিতে ঘুরতে গিয়েছিলেন জিকসন। হাত এসে লাগে পাশে থাকা দিয়েগো মৌরিসিয়োর ঘাড়ে। মৌরিসিয়ো পড়ে গিয়ে প্রবল ভাবে কাতরাতে থাকেন। তা দেখেই হলুদ কার্ড দেখান রেফারি। মাঠ থেকে বেরিয়ে যেতে হয় জিকসনকে। অথচ রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে জিকসন মোটেই ইচ্ছাকৃত ভাবে আঘাত করতে চাননি। দেখা যায়, ঘুরতে গিয়ে শরীরের ভারসাম্য রাখার জন্যই হাতটি লেগেছে জিকসনের। রেফারির এই সিদ্ধান্তের জেরেই ইস্টবেঙ্গলকে একটি গোটা অর্ধ খেলতে হয়েছে দশ জনে। জিকসনকে রাখা হয়েছিল ক্রেসপোর অভাব পূরণ করার জন্য। প্রথমার্ধে সেই কাজ ভাল ভাবেই পালন করেছিলেন। সেই সঙ্গেই ইস্টবেঙ্গল ফুটবলারদের মরিয়া চেষ্টা নজর কেড়েছে।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে ওঠে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোল করলেন লাল চুনুঙ্গা। বক্সের মাঝামাঝি জায়গা থেকে গোলের একেবারে মাঝামাঝি পজিশনে ডান পায়ে একটি জোরাল শট মারেন তিনি। ওড়িশার জালে বল জড়িয়ে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
advertisement
তবে লাল-হলুদের কপালে এই সুখ অবশ্য খুব বেশিক্ষণ টেঁকে নি। ৫৪ মিনিটে সমতা ফেরায় ওড়িশা এফসি। ইশাক ভানলালরুয়াতফেলার বাড়ানো বল জেরির পায়ে এসেছিল। বক্সের একেবারে ডান প্রান্ত থেকে তিনি গোল পোস্টের টপ রাইট কর্নার লক্ষ্য করে শট মারেন। প্রভসুখন গিল বলের নাগাল পাননি।
ম্যাচের শেষ পর্যায়ে লাল-হলুদের কফিনে শেষ পেরেক পোঁতেন প্রাক্তন মোহনবাগানি হুগো বুমোস। ৮০ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। দিয়েগো মরিশিওর বাড়ানো বলে গোল করেন তিনি। বক্সের মাঝখান থেকে বুমোসের বাঁ-পায়ের জোরাল শট টপ রাইট কর্নার দিয়ে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 10:55 PM IST