ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াই রবিবার! 'সুপার' টার্গেট, লাল-হলুদে বড় স্বপ্ন

Last Updated:

East Bengal vs Odisha Fc: রবিবার সুপার কাপের ফাইনাল। ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। জিতলে কাটবে ট্রফি খরা।

ভুবনেশ্বর: ডুরান্ড কাপ ফাইনাল মোহনবাগানের কাছে হার। তার পর হয়তো অনেকেই ভেবেছিলেন, এই ইস্টবেঙ্গল সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। তাঁদের ভাবনা যে ভুল ছিল, তা লাল-হলুদ শিবির প্রমাণ করেছে ইতিমধ্যে।
এবার ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় বুক বাঁধছেন। রাত পোহালেই সুপার কাপ ফাইনাল। ইস্টবেঙ্গল খেলবে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দল ওড়িশা। তবে ইস্টবেঙ্গল যেন ডার্বি জিতে প্রয়োজনীয় অক্সিজেন জুগিয়ে নিয়েছে।
আরও পড়ুন- সানিয়া মির্জার জীবনের ৫ বিতর্ক! বিয়ে ভাঙা, ছোট্ট পোশাক, তেরঙাকে অপমান!
কোচ কার্লোস কুয়াদ্রাত এখন ইস্টবেঙ্গলের কাছে মাসিহার মতো। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে এসে বলেন, ওড়িশা দলটা ১৫টা ম্যাচে অপরাজিত। গত ৯টা ম্যাচের মধ্যে সাতটায় ওরা গোল খায়নি। কোচ সার্জিও লোবেরো দুর্দান্ত। ওরা শক্তিশালী দল, তাতে কোনও সন্দেহ নেই।
advertisement
advertisement
৬ বছর আগে সুপার কাপ ফাইনালে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ট্রফির খুব কাছে গিয়েও ফিরতে হয় খালি হাতে। সেবার ২০১৮ সালে স্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। এবার কিন্তু পরিস্থিতি আলাদা। টানা ৯টি ম্যাচে হারেনি ইস্টবেঙ্গল। তার উপর ফ্যাক্টর কোচ কুয়াদ্রাত।
আরও পড়ুন- ভারতে আবার কবে হবে ক্রিকেট বিশ্বকাপ? বড় ঘোষণা করে দিল আইসিসি
রবিবারের এই ম্যাচ যে দুই স্প্য়ানিশ কোচের মগজের লড়াই, তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও ফুটবল বলে কথা, এখানে মস্তিষ্ক বড় জায়গা নিয়ে থাকলেও শেষ কথা বলে স্কিল, টেকনিক, প্ল্যানিং। সেক্ষেত্রে এই ইস্টবেঙ্গল কিন্তু এখন যে কোনও দলকে টেক্কা দেওয়ার মতো অবস্থায় আছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াই রবিবার! 'সুপার' টার্গেট, লাল-হলুদে বড় স্বপ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement