East Bengal: আইএসএলে ঐতিহাসিক জয় ইস্টবেঙ্গলের, ৫-০ গোলে নর্থইস্টকে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal Beat North East United By 5-0 Goals in ISL 2023-24: অবশেষে আইএসএলে লাল-হলুদ ঝড়। প্রতিযোগিতায় ক্লাবের ইতিহাসে সব থেকে বড় জয় পেল পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল কার্লেস কুয়াদ্রাতের দল।
কলকাতা: অবশেষে আইএসএলে লাল-হলুদ ঝড়। প্রতিযোগিতায় ক্লাবের ইতিহাসে সব থেকে বড় জয় পেল পেল ইস্টবেঙ্গল। যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল কার্লেস কুয়াদ্রাতের দল। ম্যাচে জোড়া গোল করে নায়ক ক্লেইটন সিলভা ও নন্দ কুমার। অপর একটি গোল করেন বোরহা হারেরা।
সোমবার যুবভারতীতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল-হলুদের অ্য়াটাকিং লাইন। ম্যাচে ১৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলের মুখ খোলেন বোরহা হারেরা। বিষ্ণুর বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে হেরেরা বল জড়িয়ে দেন নর্থ-ইস্টের জালে। প্রথম গোলের ১০ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। ক্লেইটন সিলভার গোলে ব্যবধান ২-০ করে ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে মান্দারের ভাসানো বল হেডে নর্থ-ইস্টের জালে জড়িয়ে দেন সিলভা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
advertisement
FT| A perfect end to the day! এই খুশিতে একটা HIGH 🖐 হয়ে যাক? #EBFCNEU #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/HwHhXSrE48
— East Bengal FC (@eastbengal_fc) December 4, 2023
advertisement
দ্বিতীয়ার্ধে আরও সঙ্ঘবদ্ধ ফুটবল উপহার দেয় কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। সেভাবে ম্যাচে পাওয়াই যায়নি নর্থইস্টকে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে তৃতীয়বার জালে বল জড়ায় লাল-হলুদ ব্রিগেড। মহেশের ক্রস থেকে বল ধরে ডান পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন নন্দ কুমার। ৪ মিনিটের মধ্যেই আসে চতুর্থ গোল। পোস্টের ঠিক সামনে নন্দর ক্রস থেকে বল ধরে গোল করেন ক্লেইটন সিলভা।
advertisement
এরপরও একাধিক আক্রমণ গড়ে তোলে ইস্টবেঙ্গল। ম্যাচের ৮১ মিনিটে পঞ্চম গোল পায় লাল-হলুদ। মহেশের পাস থেকে নিখুঁত ফিনিশ করেন নন্দ কুমার। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি নর্থইস্ট। ৫-০ গোলে ম্যাচ জিতে লিগ টেবিলে সপ্তম স্থানে থাকল ইস্টবেঙ্গল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 10:22 PM IST